আকাশ অংশত মেঘলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আকাশ অংশত মেঘলা
পোস্টার
পরিচালকজয়দীপ মুখোপাধ্যায়
চিত্রনাট্যকারজয়দীপ মুখোপাধ্যায়
শ্রেষ্ঠাংশেরুদ্রনীল ঘোষ
রাহুল বন্দ্যোপাধ্যায়
অঙ্কিতা চক্রবর্তী
বাসবদত্তা চট্টোপাধ্যায়
প্রযোজনা
কোম্পানি
আইডিয়া ফ্রেমস প্রোডাকশনস
মুক্তি
  • ৫ আগস্ট ২০২২ (2022-08-05) (ভারত)
দেশভারত
ভাষাবাংলা

আকাশ অংশত মেঘলা ২০২২ সালের বাংলা চলচ্চিত্র। ছবির চিত্রনাট্য লিখেছেন ও ছবিটিকে পরিচালনা করেছেন জয়দ্বীপ মুখোপাধ্যায়, "আইডিয়া ফ্রেমস প্রোডাকশনস" সংস্থা ছবিটিকে প্রযোজনা করেছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, রাহুল বন্দ্যোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, অঙ্কিতা চক্রবর্তী এবং দেবদূত ঘোষ।[১][২] ২০২২ সালের ৫ই আগস্ট ছবিটি পেক্ষাগৃহে মুক্তিপায়।[৩]

অভিনয়ে[সম্পাদনা]

  • রুদ্রনীল ঘোষ – রাসময়
  • রাহুল বন্দ্যোপাধ্যায় – অনির্বাণ
  • বাসবদত্তা চট্টোপাধ্যায় – আনন্দী
  • অঙ্কিতা চক্রবর্তী – আলপনা
  • দেবদূত ঘোষ – প্রভাষ মুখার্জী
  • কৌশিক কর – আলোক
  • এমডি আহমদ – দেবব্রত বসু
  • তরঙ্গ বন্দ্যোপাধ্যায় – দলের কর্মী
  • অর্পিতা বণিক – বারান্দার মহিলা
  • দামিনী বেনি বসু – অঞ্জলি
  • শ্যমাল ভট্টাচার্য
  • সঞ্জয় বিশ্বাস – চন্দন সান্যাল
  • দেবা বসু
  • বাসুদেব চক্রবর্তী – পূজারী
  • তরুণ চক্রবর্তী
  • জগন্নাথ চক্রবর্তী
  • রুমকি চট্টোপাধ্যায় – পরমা
  • শ্রেয়া চট্টোপাধ্যায় – অবন্তিকা
  • শ্রীপর্ণা চৌধুরী – অনির্বাণের বোন
  • শুভঙ্কর চৌধুরী
  • মৌসুমী দালাল
  • অন্তরা দাস – মঞ্জু
  • নীলনজয় দাস – যুধাজীত
  • কল্যাণ দাসগুপ্ত – পুলিশ অফিসার
  • শঙ্কর দেবনাথ – অমরেশ
  • সৌরভ ঘোষ
  • রাজু মজুমদার – জনার্দন
  • সায়ন্তন মুখোপাধ্যায় – সোমনাথ
  • শবনম মুস্তাফি – দময়ন্তী
  • উদয়শঙ্কর পাল – আনন্দীর বাবা
  • অরূপ কুমার রায় – শ্যামল
  • দিলীপ সরকার – কারখানার দরজার সামনের বৃদ্ধ কর্মচারী
  • সুদীপ সরকার – বিলু
  • সুজয় সিনহা - ইএনটি ডাক্তার

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

ইন্টারনেট মুভি ডেটাবেজে আকাশ অংশত মেঘলা (ইংরেজি)