অ্যালান নোবেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্যার অ্যালান হার্বার্ট পার্সি নোবেল, DSO, DSC (২ মে ১৯০৮ [১] - ১৭ নভেম্বর ১৯৮২) ছিলেন একজন ইংরেজ নৌ কমান্ডার, রাজনীতিবিদ এবং কূটনীতিক।

কর্মজীবন[সম্পাদনা]

নোবেল ছিলেন অ্যাডমিরাল স্যার পার্সি নোবেলের বড় ছেলে। তিনি ১৯২৬ সালে রাজকীয় নৌবাহিনীতে যোগদান করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন ডেস্ট্রয়ার কমান্ডার ছিলেন, ডিএসও এবং ডিএসসি অর্জন করেন। তিনি ১৯৪৬ সালে নৌবাহিনী থেকে অবসর গ্রহণ করেন এবং চেলসির জন্য রক্ষণশীল সংসদ সদস্য হিসাবে সংসদে প্রবেশ করেন। তিনি ১৯৪৭ থেকে ১৯৫১ সাল পর্যন্ত অ্যান্থনি ইডেনের সংসদীয় ব্যক্তিগত সচিব ছিলেন। তার পরবর্তী নিয়োগের মধ্যে রয়েছে ১৯৫১ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত অ্যাডমিরালটির সংসদীয় ও আর্থিক সচিব, ১৯৫৫ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত কমনওয়েলথ সম্পর্কের জন্য সংসদীয় আন্ডার সেক্রেটারি এবং ১৯৫৬ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি ১৯৫৬ সালে একজন প্রিভি কাউন্সেলর নিযুক্ত হন। ১৯৬১ সালে তিনি আইভরি কোস্টে বিশেষ রাষ্ট্রদূত হন। তিনি ১৭ নভেম্বর ১৯৮২ তারিখে ৭৪ বছর বয়সে মারা যান।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Sir Allan Herbert Percy Noble May 2, 1908 – Google Search"google.com। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৩ 

সূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]