অস্তিত্বহীন সত্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

যুক্তিবিজ্ঞান এবং গণিতে অস্তিত্বহীন সত্য (ইংরেজি: vacuous truth) বলতে সেই বিবৃতিকে বুঝানো হয়, যেখানে শূণ্য সেটের সকল উপাদানের নিজস্ব প্রোপার্টি থাকবে। উদাহরণস্বরূপঃ আমি যদি বলি ব্রহ্মদত্তি বেল গাছে বসবাস করে এটা একটি অস্তিত্বহীন সত্য কারণ ব্রহ্মদত্তির কোন অস্তিত্বই নেই।