অলিভার ওকাসেক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অলিভার ওকাসেক
২৭তম জেলা ওহিও সিনেটের সদস্য
কাজের মেয়াদ
২ জানুয়ারী ১৯৬৭ - ৩১ ডিসেম্বর ১৯৮৬
পূর্বসূরীনেই
উত্তরসূরীরয় রে
ওহিও সিনেটের ৮৫তম রাষ্ট্রপতি
কাজের মেয়াদ
১৯৭৪-১৯৮০
পূর্বসূরীথোডোর এম. গ্রে
উত্তরসূরীপল গিলমোর
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯২৫-১১-০২)২ নভেম্বর ১৯২৫
বেডফোর্ড, ওহিও
মৃত্যু২৫ জুন ১৯৯৯(1999-06-25) (বয়স ৭৩)
আকরন, ওহিও
রাজনৈতিক দলডেমোক্রেটিক পার্টির

অলিভার রবার্ট ওকাসেক (২ নভেম্বর, ১৯২৫ - ২৫ জুন, ১৯৯৯) ছিলেন ডেমোক্রেটিক পার্টির একজন মার্কিন রাজনীতিবিদ যিনি ১৯৭০ এবং ১৯৮০ এর দশকে ওহিও স্টেট সিনেটের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।[১] সেনেটে ডেমোক্র্যাটরা তাদের সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর, ওকাসেককে দলীয় নেতা হিসেবে প্রতিস্থাপিত করা হয়। ১৯৬২ ও ১৯৬৮ সালে, ওকাসেক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের একটি আসনের জন্য প্রার্থী হয়েছিলেন। তিনি দুইবারই রিপাবলিকান পদপ্রার্থী উইলিয়াম এইচ আইরেসের কাছে হেরেছেন। ১৯৮৬ সালে তিনি ১৪তম জেলায় কংগ্রেসের একটি আসনে ডেমোক্র্যাটিক প্রার্থী থমাস সি. সয়ারের কাছে হেরে যান।[২] ওকাসেক ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল[৩] পর্যন্ত ওহাইও বোর্ড অফ এডুকেশনে দায়িত্ব পালন করেছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]