বিষয়বস্তুতে চলুন

অলসতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(অলস থেকে পুনর্নির্দেশিত)

অলসতা মানে কর্মবিমূখতা। নিষ্ক্রিয় অথবা কর্মবিমূখ কিংবা উদ্যমহীন ব্যক্তিকে অলস বলা হয়। আলসেমি নিজের ও সমাজের অবক্ষয় ডেকে আনে। অলসতা একটি জাতির উন্নতির পথে হুমকিস্বরূপ। অলসতা মানুষের শিরা গুলো এমন ভাবে খেয়ে নেয়, যেভাবে লোহাকে মরিচা খেয়ে নেয়।

বিপরীত শব্দঃ পরিশ্রমী, উদ্যোগী, সক্রিয়

স্থিরতা অর্থেও অলস শব্দের প্রয়োগ দেখা যায়। "কাকফাটা গরমের এই অলস মধ্যদুপুরে একগ্লাস ঠান্ডা বেলের শরবত যেন অমৃতের মতো লাগে।"[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "আলসেমি দূর করার আটটি উপায়"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২০২০-১১-০৮