অপান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অপান
প্রতিশব্দপাদ, বাতাস নির্গমন, গ্যাস নির্গমন, বাতকর্ম
"বাতকর্মে" ভুগছেন এমন একজন ব্যক্তির চিত্র
বিশেষত্বপাকান্ত্রবিজ্ঞান
বাতকর্ম/পাদ

বাতকর্ম/পাদ পায়ুপথে নির্গত মানবদেহের উদরস্থিত বায়ুকে বলে।[১] মানবশরীরের পাকক্রিয়ার ফলে এই বায়ু সৃষ্টি হয়ে থাকে। এই বায়ু মলনালীতে সঞ্চিত থাকে এবং পরিমাণে বৃদ্ধি পেলে তা নিঃসৃত হয়।

বাতকর্মজনিত শব্দ[সম্পাদনা]

বাতকর্ম করার সময়, অনেক সময়েই জোরে শব্দ হয়। স্থুল নিতম্বদ্বয়ের মধ্যবর্তী পায়ুছিদ্র দিয়ে যখন বাতকর্ম বের হয় তখন নিতম্বের সঙ্গে বায়ুর ঘর্ষনের ফলে একপ্রকার কম্পনের সৃষ্টি হয়। এই কম্পনের জন্যই বিশেষ শব্দ শোনা যায়।

কারণ[সম্পাদনা]

অন্ত্রের গ্যাস বিভিন্ন বহিরাগত উৎস এবং অন্ত উৎসের সমন্বয়ে গঠিত।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Medical Dictionary: Flatus"Merriam-Webster। সংগ্রহের তারিখ আগস্ট ২৪, ২০১৫