অং থু (মন্ত্রী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অং থু
အောင်သူ
কৃষি, প্রাণিসম্পদ ও সেচ মন্ত্রী
কাজের মেয়াদ
৩০ মার্চ ২০১৬ – ১ ফেব্রুয়ারি ২০২১
রাষ্ট্রপতিহিতিন কিয়া
উইন মিন্ট
ডেপুটিটুন উইন
পূর্বসূরীমিন্ট হ্লাইং (কৃষি ও সেচ)
ওহন মিন্ট (প্রাণীসম্পদ ও মৎস্য)
অ্যামিওথা হুলুটাও এমপি
কাজের মেয়াদ
১ ফেব্রুয়ারি ২০১৬ – ৩০ মার্চ ২০১৬
সংসদীয় এলাকাইয়াঙ্গুন অঞ্চলের ছয় নম্বর আসন
ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
কাজের মেয়াদ
২০১৪ – ২০১৫
উত্তরসূরীফো কাউং
টাউঙ্গু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
কাজের মেয়াদ
২০০৮ – ২০১৪
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1955-07-08) ৮ জুলাই ১৯৫৫ (বয়স ৬৮)
ইয়েসাগিও, বার্মা (মিয়ানমার)
জাতীয়তাবর্মী
রাজনৈতিক দলগণতন্ত্রের জন্য জাতীয় লীগ
দাম্পত্য সঙ্গীখিন থিদা
সন্তানথিরি থিনজা অং
বাসস্থাননেপিডো
প্রাক্তন শিক্ষার্থীইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়

অং থু ( বর্মী: အောင်သူ: [àʊɴ θù] ; জন্ম: ৮ জুলাই ১৯৫৫) একজন বর্মীয় রাজনীতিবিদ। তিনি ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মিয়ানমারের (বার্মা) কৃষি, প্রাণিসম্পদ ও সেচ মন্ত্রী ছিলেন। তিনি ইয়াঙ্গুন ও টাউঙ্গু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।

শৈশবকাল এবং শিক্ষাজীবন[সম্পাদনা]

অং থু ১৯৫৫ সালের ৮ জুলাই বার্মার (বর্তমানে মায়ানমার) ইয়েসাগিওতে এক বাথাউং, স্বর্ণকার এবং খিন লে পরিবারে জন্মগ্রহণ করেন। [১] তিনি গণিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। [১] অং থু খিন থিদাকে বিয়ে করেছেন এবং তার এক কন্যা সন্তান আছে যার নাম থিরি থিনজা অং।[১]

কর্মজীবন[সম্পাদনা]

২২ মার্চ ২০১৬ সালে অং থুকে রাষ্ট্রপতি হিতিন কিয়ার মন্ত্রিসভায় কৃষি, প্রাণিসম্পদ ও সেচ মন্ত্রী হিসাবে মনোনীত করা হয়। ২৪ মার্চ ২০১৬ সালে মন্ত্রী পরিষদ তার মনোনয়ন নিশ্চিত করে। ১ ফেব্রুয়ারি, ২০২১ সালে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের সময়, অং থুকে মিয়ানমার সশস্ত্র বাহিনী গৃহবন্দী করে। [২][৩][৪]

তিনি এর আগে ইয়াঙ্গুন অঞ্চল ছয় নম্বর আসনের অ্যামিওথা হুলুটাও এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।[৫][৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ပြည်ထောင်စုဝန်ကြီးများ၏ကိုယ်ရေးအကျဉ်းမျာ"7Day News Journal (বর্মি ভাষায়)। ২০২০-১২-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২৫ 
  2. The Myanmar Times। "Daw Aung San Suu Kyi to join government as NLD reveals cabinet" 
  3. Ei Ei Toe Lwin। "With all eyes on Daw Suu, NLD set to reveal cabinet" 
  4. "Myanmar president to include Aung San Suu Kyi in his Cabinet" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "ပြည်ထောင်စုဝန်ကြီးသစ်များ၏ ကိုယ်ရေးအကျဉ်းများ"7Day News (Burmese ভাষায়)। ২২ মার্চ ২০১৬। ২৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৬ 
  6. "Meet Burma's Next Cabinet"The Irrawaddy