বিষয়বস্তুতে চলুন

কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়
অবস্থান
Map
তথ্য
ধরনএমপিওভুক্ত
নীতিবাক্যশিক্ষা, শক্তি, প্রগতি
প্রতিষ্ঠাকাল১৯৪১; ৮৩ বছর আগে (1941)
প্রতিষ্ঠাতাআব্বাস আলী
বিদ্যালয় বোর্ডঢাকা শিক্ষা বোর্ড
বিদ্যালয় কোড১০৭৯২৫
প্রধান শিক্ষকমোহাম্মদ আমিনুর রহমান[১]
কর্মকর্তা১০
শিক্ষকমণ্ডলী৪৫ জন
শ্রেণীষষ্ঠ – দশম
লিঙ্গপুরুষ ও মহিলা
শিক্ষার্থী সংখ্যা২০০০
ভাষাবাংলা
ক্রীড়াদৌড়, চাকতি নিক্ষেপ, তীর নিক্ষেপ, গোলক নিক্ষেপ, ফুটবল, ক্রিকেট ইত্যাদি।
ওয়েবসাইটwww.kaahs.edu.bd

কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় ঢাকা জেলার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান।[২][৩][৪]

ইতিহাস[সম্পাদনা]

বিদ্যালয়টি ১৯৪১ সালের ০৩ জানুয়ারি আব্বাস আলী ঢাকা জেলার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নে প্রতিষ্ঠা করেছিলেন।[৫] বর্তমানে এ বিদ্যালয়ে ২০০০ এর অধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে। বিদ্যালয়টি ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে। বিদ্যালয়ে শিক্ষকদের গড় বয়স ৪৫ বছর।[৬]

ফলাফল[সম্পাদনা]

বিদ্যালয়টি ঢাকা জেলার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নে অবস্থিত একটি জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান।[৭] বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা খুবই ভালো। এটি ঢাকার ধামরাই উপজেলার অন্যতম বিখ্যাত প্রতিষ্ঠান। প্রতি বছর বোর্ড পরীক্ষায় অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো ফলাফল করে থাকে।

শিক্ষার্থীদের সাফল্য[সম্পাদনা]

এ বিদ্যালয়ের বিভিন্ন প্রাক্তন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন বড় প্রতিষ্ঠানে রয়েছে এবং প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করেছে। এছাড়াও এই স্কুলের প্রাক্তন ছাত্রদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন একজন বিখ্যাত বিজ্ঞানী। এছাড়া আরও অনেক শিক্ষার্থী এই বিদ্যালয়ের নাম উজ্জ্বল করছে।[৮] ১৯৭১ সালে এই বিদ্যালয়ের ১২২ জন শিক্ষার্থী সরাসরি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "শিক্ষকদের তালিকা" 
  2. "Kushura Abbas Ali High School"www.kaahs.edu.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৮ 
  3. "KUSHURA ABBAS ALI HIGH SCHOOL"deb107925.dhakaeducationboard.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৮ 
  4. ইত্তেফাক, ডেস্ক (২০১৯-০১-০২)। "নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা"ইত্তেফাক। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২৪ 
  5. "একটি অনন্য বাতিঘর"দৈনিক ইত্তেফাক। ২০২০-১০-০৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৯ 
  6. "Kushura Abbas Ali High School - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৮ 
  7. https://bd.placedigger.com/category/high-school/location/dhamrai/
  8. রহমান, ফারজানা (২০১৯-১২-১৭)। "কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের গর্ব ১২২ মুক্তিযোদ্ধা"সমকাল। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]