বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ/পরিক্রমা/ফেব্রুয়ারি ২০২১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রসনিমা পরিক্রমা (ফেব্রুয়ারি ২০২১)[সম্পাদনা]

— রসনিমা —
পরিক্রমা
ফেব্রুয়ারি ২০২১ - মাঘ ১৪২৭
সকলকে বিদায়ী শীতের শিশির-সিক্ত শুভেচ্ছা।
আপনারা জেনে আনন্দিত হবেন যে, রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ (রসনিমা) শীঘ্রই নিয়মিত কার্যক্রম শুরু করতে চলেছে। আগামী মার্চ মাসে সংঘের প্রথম নিয়মিত কার্যক্রম হিসেবে রচনা সংশোধন মহোৎসব আয়োজন করা হবে। ইতোমধ্যে সংঘের কেন্দ্রীয় হাবের নির্মাণকাজ প্রায় সমাপ্ত; মানোন্নয়নের লক্ষ্য হিসেবে তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং সংঘের অনুরোধ পাতাগুলো ব্যবহারকারীদের জন্য খুলে দেওয়া হয়েছে। এছাড়া, সংঘের নিয়মিত কার্যক্রম হিসেবে নির্বাচিত নিবন্ধের সংখ্যা বৃদ্ধি, আসন্ন নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতায় অংশগ্রহণ, শীঘ্রই চালু হওয়ার অপেক্ষায় থাকা গ্রোথ ফিচার ও উইকিপ্রকল্প নটর ডেম কলেজের সাথে সংঘের সমন্বয় ইত্যাদি বিষয়ে সংঘের আলোচনা পাতায় নিয়মিত সভা আহ্বান করা হয়েছে। এতে সম্প্রদায়ের সকলের অংশগ্রহণ কামনা করছি।

নীতিনির্ধারণী সভা: ফেব্রুয়ারি ২০২১
গুরুত্বপূর্ণ ট্যাগ
রচনা সংশোধন প্রয়োজন এমন কোনো নিবন্ধ দৃষ্টিগোচর হলে নিচের ট্যাগগুলো যুক্ত করুন; এগুলো সংঘের দৃষ্টিগোচর হবে

{{রচনা সংশোধন}} ~ {{অনুপযুক্ত পুরুষ}} ~ {{বেমানান}} ~ {{রচনা সংশোধন অনুচ্ছেদ}} ~ {{রচনা সংশোধন ইনলাইন}} ~ {{ব্যাকরণ}} ~ {{বানান}} ~ {{বানান সংশোধন}}

এছাড়া অন্যান্য সমস্যায় নিচের ট্যাগগুলো ব্যবহার করতে পারেন:
{{অফ-টপিক}} ~ {{বিশেষজ্ঞ}} ~ {{স্ববিরোধী}} ~ {{বিভ্রান্তিকর}} ~ {{সূত্র উন্নতি}} ~ {{পাদটীকাহীন}} ~ {{উল্লেখযোগ্যতা}} ~ {{মৌলিক গবেষণা}} ~ {{অনুমান}} ~ {{নিরপেক্ষতা}} ~ {{উৎসহীন}} ~ {{আদ্যক্ষরা বিস্তৃত করা প্রয়োজন}} ~ {{হালনাগাদ}} ~ {{রুক্ষ অনুবাদ}}

সংঘে যোগ দিন
মেইলিং লিস্টে যোগ দিন
বার্তা প্রেরক: ~~~~
  • ফেব্রুয়ারি পরিক্রমা সংঘের সকল সদস্যকে প্রেরণ করা হয়েছে। মার্চ মাস থেকে পরিক্রমা নিয়মিত পেতে মেইলিং লিস্টে স্বাক্ষর করুন।