বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:পাপন সরকার

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: প্রসেনজিৎ পাল কর্তৃক ৪ বছর পূর্বে "কৃতজ্ঞতা" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ১৭:০৭, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

একাধিক একাউন্টের ব্যবহার[সম্পাদনা]

হ্যালো, পাপন সরকার, উইকিপিডিয়ায় স্বাগতমআপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনার সম্পাদনার ধরনের মাধ্যমে বুঝা যাচ্ছে যে, আপনি উইকিপিডিয়ায় একাধিক একাউন্ট ব্যবহার অথবা উইকিপিডিয়া বহির্ভূত ব্যক্তির সহায়তায় সম্পাদনা করতেছেন। আমাদের নীতিমালায় উইকিপিডিয়া একাধিক একাউন্ট ব্যবহার সম্পর্কিত আপনার কাজটি সচরাচর সমর্থন করে না। যদি আপনি সরাসরি একাধিক একাউন্ট পরিচালনা অথবা অন্য ব্যক্তির সহায়তায় কাজটি করে থাকেন, অনুগ্রহ করে তা করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে।রিয়াজ (আলাপ) ১৭:১৪, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@RiazACU:, @রিয়াজ ভাই, আমি ব্যবহারকারী:Bishal Khanের সকপাপেট, প্রসেনজিৎ দাদাকে সাহায্য করলাম মাত্র। পাপন সরকার (আলাপ) ১৭:১৫, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
আপনি যেটা করেছেন সেটি উইকিপিডিয়ার নীতিমালা বিরোধী বলে মনে করি। অনুগ্রহ করে তা না করার অনুরোধ রইলো। আপনি প্রসেনজিৎ পাল একাউন্টের সকপাপেট মনে করে আমি সকপাপেট তদন্ত পাতায় একাউন্টটি যোগ করেছিলাম। — রিয়াজ (আলাপ) ১৭:২১, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@RiazACU:, রিয়াজ ভাই, প্রসেনজিৎ পালের উপর যেন সুবিচার করা হয়, ওনার একাউন্ট বাধা দেওয়া উচিৎ নয়, উনি বাঙালীস্তান আন্দোলনের জন্য লড়াই করছেন। পাপন সরকার (আলাপ) ১৭:২৩, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
একাউন্টটি প্রসেনজিৎ পালের সকপাপেট একাউন্ট তদন্ত পাতা থেকে মুছে দিয়েছি। তবে, ওনি ইতোপূর্বে ৩টি একাউন্ট ব্যবহার করেছেন বিস্তারিত উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত/প্রসেনজিৎ পাল পাতায় পাবেন। উল্লেখ্য, আপনি জঙ্গলবাসীর সক-পাপেট হওয়ায় প্রশাসকের নজরে এলে আপনিও বাধাপ্রাপ্ত হবেন। ধন্যবাদ — রিয়াজ (আলাপ) ১৭:২৭, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@RiazACU: রিয়াজ ভাই, আমার এখানে একটা খটকা আছে। জঙ্গলবাসী এর সক-পাপেট বলে এ পর্যন্ত অনেকগুলো অ্যাকাউন্টকে অসীম সময়ের জন্য বাধা প্রদান করা হয়েছে। কিন্তু বাধা প্রদানের পূর্বে ঐ অ্যাকাউন্টগুলো থেকে যেসব বিষয়ে সম্পাদনা করা হতো, এখনো ঐসব বিষয়ে কিছু নতুন অ্যাকাউন্ট থেকে সম্পাদনা করা হচ্ছে এবং প্রতিনিয়তই নতুন অ্যাকাউন্ট তৈরি করে যাচ্ছেন। পাপন সরকার-এর বক্তব্য শুনে মনে হচ্ছে তিনি একজন ভারতীয়, কিন্তু জঙ্গলবাসী'র সক-পাপেট্রি বলে যে ব্যক্তির বিভিন্ন অ্যাকাউন্টকে বাধাদান করা হয়েছে, সে ব্যক্তির ভাষ্যমতে তিনি একজন বাংলাদেশি; এমনকি সেই ব্যক্তিকেই আমি অনেক সময় দেখি প্রসেনজিৎ পালের বিরুদ্ধে কথা বলতে। বিষয়টা আমার কাছে ঘুলাটে লাগছে। ~ নাহিয়ান আলাপ ১৭:২৭, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Nahian~bnwiki: পাপন সরকার একাউন্টটি জঙ্গলবাসীর সক-পাপেট একাউন্ট আমি নিশ্চিত এবং ওনি একজন বাংলাদেশী, অন্যদিকে প্রসেনজিৎ পাল ভারতীয়। তবে, এখানে খটকা বা ঘোলাটে ধারণার প্রয়োজন নেই। জঙ্গলবাসী নিজেও ভালো জানেন সকপাপেট একাউন্টের কারণে ওনাকে বাধাপ্রাপ্ত হতে হয়, এরপরও ওনি বাংলা উইকিপিডিয়ায় আসেন। যাইহোক, জঙ্গলবাসী কিন্তু বাংলা উইকিপিডিয়ার অন্যতম অভিজ্ঞ উইকিপিডিয়ানও বটে। — রিয়াজ (আলাপ) ১৭:৩৩, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@RiazACU: এ-কথা সত্য যে, জঙ্গলবাসী একজন অভিজ্ঞ উইকিপিডিয়ান, তা উনার কথাবার্তা এবং কাজে স্পষ্টত। উইকিপিডিয়ার বিভিন্ন খুঁটিনাটি সম্বন্ধেও উনার বিস্তর জ্ঞান রয়েছে, তেমনি নিবন্ধ তৈরি ও সম্পাদনাও করেন পরিচ্ছন্নভাবে। ~ নাহিয়ান আলাপ ১৭:৪৭, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Nahian~bnwiki:, @নাহিয়ান ভাই, বাঙালীস্তান নিবন্ধটি পূর্বে অপসারণ করা হয়েছিলো আর প্রসেনজিৎ পাল মনখারাপ করেছিলেন, আমি তাই আবার তৈরি করে দিলাম। আর দেখুন তো হুমায়ুন আজাদ নিবন্ধটিতে কিছুক্ষণ আগে একজন ব্যবহারকারী সম্পাদনা করলেন, তিনি বন্ধনীর পরে "বা" শব্দটি কেন যুক্ত করলেন? (নিবন্ধটির একেবারে শুরুতে, প্রথম লাইন)। পাপন সরকার (আলাপ) ১৭:৫১, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@পাপন সরকার: যিনি সম্পাদনা করেছেনে, তিনি "বা" যুক্ত করে নিবন্ধে উল্লেখিত ব্যক্তির জন্ম-মৃত্যুর সময়কালকে বাংলা এবং ইংরেজিতে পৃথক করতে চেয়েছেন। ~ নাহিয়ান আলাপ ১৮:০১, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

কৃতজ্ঞতা[সম্পাদনা]

নমস্কার। "বাঙালীস্তান" নিবন্ধটিকে প্রকাশ করার জন্য ধন্যবাদ। আপনি বিষয়শ্রেণীটা একটু ভালো করে দেখে নেবেন। আবারও অসংখ্য ধন্যবাদ। প্রসেনজিৎ পাল (আলাপ) ১৭:২৮, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

নমস্কার। দাদা, আমি বিষয়শ্রেণীটা দেখে নেবার জন্য আপনাকে যে বললাম তাতে আবার আপনি খারাপ পাবেন না কিন্তু। ধন্যবাদ। প্রসেনজিৎ পাল (আলাপ) ১৮:০৪, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@প্রসেনজিৎ পাল:, অপেক্ষা করুন অনুগ্রহ করে, আমি দেখছি। পাপন সরকার (আলাপ) ১৮:০৫, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রসেনজিৎ পাল (আলাপ) ১৮:৫৯, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন