চরভৈরবী উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চরভৈরবী উচ্চ বিদ্যালয়
অবস্থান
মানচিত্র

তথ্য
ধরনএমপিওভুক্ত
প্রতিষ্ঠাকাল১ জানুয়ারি ১৯৪৫; ৭৯ বছর আগে (1945-01-01)
প্রধান শিক্ষকমফিজুর রহমান বাবুল
ইআইআইএন১০৩৬৮২

চরভৈরবী উচ্চ বিদ্যালয় চাঁদপুর জেলার হাইমচর থানার চরভৈরবী ইউনিয়নে অবস্থিত।

ইতিহাস[সম্পাদনা]

চরভৈরবী উচ্চ বিদ্যালয় টিনসেট ভবন

চরভৈরবী উচ্চ বিদ্যালয় ১৯৪৫ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। ১৯৬৮ সালের ১ জানুয়ারি নিম্নমাধ্যমিক এবং ১৯৭০ সালের ১ জানুয়ারি মাধ্যমিক স্তরে স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠানটি ১৯৯৮ সাল থেকে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এস.এস.সি ভোকেশনাল শাখা চালু করা হয়। ২০০৪ সালে প্রতিষ্ঠানের সকল ভবন ও সম্পত্তি মেঘনা নদীর ভাংগনে বিলিন হয়ে যায়। ২০০৪ সাল হতে জনাব মোঃ জাকির হোসেন সরদার সাহেবের দানকৃত ১ একর সম্পত্তির উপর বর্তমানে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়ে শিক্ষাক্রম চালু রয়েছে।

শিক্ষক-শিক্ষার্থী[সম্পাদনা]

এ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মফিজুর রহমান বাবুল। বর্তমানে এ বিদ্যালয়ে আনুমানিক ৮০০ থেকে ৯০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে।

পাশের হার[সম্পাদনা]

প্রতিষ্ঠানটির পাশের হার প্রায় ৮৭%।

পরীক্ষার ফলাফল[সম্পাদনা]

ফলাফল প্রধান শিক্ষকের হাতে তুলে দিচ্ছেন সহকারী শিক্ষকবৃন্দ
জেএসসি পরীক্ষা
  • ২০১০ সালে পরিক্ষার্থীর সংখ্যা-৪১ জন, কৃতকার্য-০৭জন, পাশের হার-১৭%।
  • ২০১১ সালে পরিক্ষার্থীর সংখ্যা-১১৪ জন, কৃতকার্য-৮৮ জন, পাশের হার-৭৭%।
  • ২০১২ সালে পরিক্ষার্থীর সংখ্যা-১২৩ জন,

কৃতকার্য-৯৭ জন, পাশের হার-৭৮.৮৬%‌।

এসএসসি পরীক্ষা
  • ২০০৯ সালে পরিক্ষার্থীর সংখ্যা-১৯ জন, কৃতকার্য-০৯ জন, পাশের হার-৮৭%।
  • ২০১০ সালে পরিক্ষার্থীর সংখ্যা-২৮ জন, কৃতকার্য-১৭ জন, পাশের হার-৬০.৭১%।
  • ২০১১ সালে পরিক্ষার্থীর সংখ্যা-৩০ জন,

কৃতকার্য-২৭ জন, পাশের হার-৯০%‌।

এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা
  • ২০০৯ সালে পরিক্ষার্থীর সংখ্যা-৩৪ জন, কৃতকার্য-২৬ জন, পাশের হার-৮৬%।
  • ২০১০ সালে পরিক্ষার্থীর সংখ্যা-৪০ জন,

কৃতকার্য-৪০ জন, পাশের হার-১০০%।

  • ২০১১ সালে পরিক্ষার্থীর সংখ্যা-৫৫ জন,

কৃতকার্য-৫৩জন, পাশের হার-৯৬%।

  • ২০১২ সালে পরিক্ষার্থীর সংখ্যা-৫৯ জন,

কৃতকার্য-৫০ জন, পাশের হার-৮৫%।

  • ২০১৩ সালে পরিক্ষার্থীর সংখ্যা-৫৩ জন,

কৃতকার্য-৪৬ জন, পাশের হার-৮৭%।

শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

চরভৈরবী উচ্চ বিদ্যালয় জাতীয় শিক্ষাক্রমের অধীনে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, ভোকেশনাল নবম ও এসএসসি স্তরে শিক্ষাদান করে থাকে। বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার মান এবং শৃংখলা রক্ষায় সর্বদা সচেষ্ট। এর ফলে জেএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষায় স্কুলের শিক্ষার্থীরা ভালো ফলাফল করে থাকে। চরভৈরবী উচ্চ বিদ্যালয় এ প্রায় ২,০০০ বই সমৃদ্ধ আধুনিক পাঠাগার এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সমৃদ্ধ পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পরীক্ষাগার এবং কম্পিউটার ল্যাব রয়েছে।

অর্জন[সম্পাদনা]

২০১২ইং সনে এসএসসি ভোকেশনাল শাখায় সমাপনী পরিক্ষায় কারিগরি বোর্ডের অধীনে ১৭তম স্থান লাভ করে।

তথ্যসূত্র[সম্পাদনা]

http://haimchar.chandpur.gov.bd/site/education_institute/41d9abe6-214a-11e7-8f57-286ed488c766/চরভৈরবী%20উচ্চ%20বিদ্যালয়[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

http://www.chandpurnews.com/চরভৈরবী-উচ্চ-বিদ্যালয়ে-প/[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]