ব্যবহারের পরে পরিত্যাজ্য পণ্য: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
শুরু
(কোনও পার্থক্য নেই)

০৭:০৯, ৭ আগস্ট ২০২১ তারিখে সংশোধিত সংস্করণ

ব্যবহারের পরে পরিত্যাজ্য ছাঁচে ফেলা মণ্ড দিয়ে তৈরি ডিমের বাক্স

ব্যবহারের পরে পরিত্যাজ্য পণ্য (ইংরেজিতে disposable product বা সংক্ষেপে disposable) বলতে এমন এক ধরনের পণ্যকে বোঝায় যা সাধারণত একবার ব্যবহার করার পরে হয় সেগুলিকে পুনঃচক্রায়িত করা হয় অথবা সেগুলিকে কঠিন বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়। কখনও কখনও এই পরিভাষাটি দিয়ে এমন কিছু পণ্য নির্দেশ করা হতে পারে, যেগুলি একাধিক মাস ধরে টিকে থাকতে পারে (যেমন ব্যবহারের পরে পরিত্যাজ্য বায়ু পরিস্রাবক), এবং যেগুলিকে অনির্দিষ্টকালের জন্য টিকে থাকতে পারে (যেমন ধৌতকরণযোগ্য বায়ু পরিস্রাবক) এমন সব পণ্য থেকে পৃথক গণ্য করা হয়।

"ব্যবহারের পরে পরিত্যাজ্য" পরিভাষাটির সাথে "নিঃশেষযোগ্য" (consumable) পরিভাষাটির সুক্ষ্ম পার্থক্য আছে। যন্ত্রচালনা ও মেরামতির আলোচনায় শেষোক্ত পরিভাষাটি বহুল ব্যবহৃত হয়। যেমন ঝালাইকারীরা ঝালাইয়ের দণ্ড, প্রান্ত, মুখ, গ্যাস, ইত্যাদিকে "নিঃশেষযোগ্য" হিসেবে গণ্য করেন, কেননা এগুলি আজীবন টিকে থাকে না, বরং কিছু সময় ব্যবহার করার পরে এগুলিকে প্রতিস্থাপন করতে হয়। একটি "নিঃশেষযোগ্য" পণ্য সাধারণত কোনও একটি প্রক্রিয়ার জন্য দরকার হয়, যেমন মুদ্রণের কালি বা ঝালাইয়ের কাজের জন্য ঝালাইয়ের দণ্ড, ইত্যাদি। অন্যদিকে ব্যবহারের পরে পরিত্যাজ্য পণ্যগুলিকে এমনভাবে নকশা করা হয়, যাতে সাধারণত একবার বা সীমিত সময় ব্যবহার করার পরে হয় এগুলি হয় ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা এগুলি পুনরায় ব্যবহারের উপযোগী থাকে না; ফলে এগুলিকে ফেলে দিতে হয়।

উপাদান

ব্যবহারের পরে পরিত্যাজ্য পণ্যগুলি প্রায়শই কাগজ, প্লাস্টিক, তুলা বা পলিস্টাইরিন ফোম দিয়ে তৈরি করা হয়ে থাকে। যেসব পণ্য যৌগিক উপাদান যেমন পাতলা স্তর-সংযোজিত (laminated) উপাদানগুলির পুনঃচক্রায়ন দুরূহ এবং এগুলিকে ব্যবহার শেষে ফেলে দেবার সম্ভাবনা বেশি।

২০২১ সালে অস্ট্রেলিয়াভিত্তিক মিন্ডারু ফাউন্ডেশন প্লাস্টিক ওয়েইস্ট মেকার্স ইনডেক্স ("প্লাস্টিক বর্জ্য উৎপাদক সূচক") শীর্ষক একটি প্রতিবেদনে এই সিদ্ধান্তে উপনীত হয় যে মাত্র ২০টি কোম্পানি (ব্যবসা প্রতিষ্ঠান) বিশ্বের অর্ধেক সংখ্যক একবার-ব্যবহার্য প্লাস্টিক বর্জ্য উৎপাদন করে থাকে।[১]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Half of single-use plastic waste produced by just 20 companies"CNN। Reuters। ১৮ মে ২০২১। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৯ 

উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "Nirr 2014" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "Hill 2010" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "Vasile Zaikov 2009" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।

উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "Disposable table cloth patent" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।

বহিঃসংযোগ