আইসিসি রেফারিদের সেরা তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Panel of ICC Referees থেকে পুনর্নির্দেশিত)

এমিরেটস আইসিসি রেফারিদের সেরা তালিকায় সাবেক আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড়দেরকে অন্তর্ভুক্ত করা হয়। এ তালিকাটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃপক্ষ কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে। এ ব্যবস্থায় প্রতিটি টেস্ট, একদিনের আন্তর্জাতিকটুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেট খেলায় ম্যাচ রেফারিকে খেলা পরিচালনার যাবতীয় দায়িত্বভার প্রদান করা হয়। এরফলে তিনি যাবতীয় আন্তর্জাতিক ক্রিকেট খেলায় নিয়ন্ত্রণভার গ্রহণ করেন ও আইসিসি প্রতিনিধি হিসেবে মাঠে প্রয়োজনীয় ভূমিকা নেন। আইসিসি কোড অব কন্ডাক্ট অনুযায়ী প্রয়োজনে জরিমানা ধার্য করেন। সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারদের নিযুক্তির ফলে তারা সঠিকমাত্রায় জরিমানা করে থাকেন। এছাড়াও তাঁরা আইসিসি কর্তৃক মনোনীত আম্পায়ারদের খেলা পরিচালনার বিষয়াদি পর্যালোচনাপূর্বক প্রতিটি খেলা শেষে আম্পায়ারদের বিষয়ে প্রতিবেদন দাখিল করেন।

বর্তমান সদস্য[সম্পাদনা]

১৯ মার্চ, ২০১৪ তারিখ পর্যন্ত আইসিসি সেরা রেফারিদের তালিকায় নিম্নবর্ণিত সাবেক খেলোয়াড়দেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে:[১]

রেফারিদের নাম জন্ম তারিখ বয়স (১ জুন ২০২৪) টেস্ট সংখ্যা ওডিআই সংখ্যা টি২০আই সংখ্যা দেশ
ডেভিড বুন ২৯ ডিসেম্বর ১৯৬০ ৬৩ বছর, ১৫৫ দিন ২১ ৪৭ ১৪ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া
ক্রিস ব্রড ২৯ সেপ্টেম্বর ১৯৫৭ ৬৬ বছর, ২৪৬ দিন ৬০ ২৪৪ ৫৪ ইংল্যান্ড ইংল্যান্ড
জেফ ক্রো ১৪ সেপ্টেম্বর ১৯৫৮ ৬৫ বছর, ২৬১ দিন ৬৫ ১৯২ ৪৫ নিউজিল্যান্ড নিউজিল্যান্ড
রঞ্জন মাদুগালে ২২ এপ্রিল ১৯৫৯ ৬৫ বছর, ৪০ দিন ১৪৮ ২৭৯ ৫৯ শ্রীলঙ্কা শ্রীলঙ্কা
রোশন মহানামা ৩১ মে ১৯৬৬ ৫৮ বছর, ১ দিন ৫১ ১৯৩ ২৯ শ্রীলঙ্কা শ্রীলঙ্কা
অ্যান্ডি পাইক্রফট ৬ জুন ১৯৫৬ ৬৭ বছর, ৩৬১ দিন ২৬ ১০২ ৩৫ জিম্বাবুয়ে জিম্বাবুয়ে
জাভাগাল শ্রীনাথ ৩১ আগস্ট ১৯৬৯ ৫৪ বছর, ২৭৫ দিন ৩২ ১৩২ ৩৪ ভারত ভারত

সাবেক সদস্য[সম্পাদনা]

নিম্নবর্ণিত সাবেক খেলোয়াড়গণ ২০০২ সালে নব-প্রবর্তিত সেরা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন। পরবর্তীতে তাঁরা অবসর গ্রহণ করেন:

বিতর্ক[সম্পাদনা]

আগস্ট ২০০৬ এ বল টেম্পারিং বিতর্ক[সম্পাদনা]

দক্ষিণ আফ্রিকান ম্যাচ রেফারি মাইক প্রোক্টর কর্তৃক ড্যারেল হেয়ারবিলি ডকট্রোভের খেলা চালিয়ে যেতে ব্যর্থ হওয়ায় ব্যাপক সমালোচিত হন। এরফলে বল টেম্পারিংয়ের অযুহাতে পাকিস্তান দল ফিল্ডিং করতে অস্বীকৃতি জানায় ও পরবর্তীতে ইংল্যান্ড ক্রিকেট দলকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছিল।[২]

২০০৭ ক্রিকেট বিশ্বকাপ বিতর্ক[সম্পাদনা]

২০০৭ সালের ক্রিকেট বিশ্বকাপে আম্পায়ার স্টিভ বাকনার, আলীম দার, রুডি কোয়ের্তজেন এবং বিলি বাউডেনসহ জেফ ক্রো অভিযুক্ত হয়েছিলেন। আইসিসি’র খেলার অবস্থা অনুযায়ী ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ফলাফল আসা স্বত্ত্বেও ক্রো বেশ কয়েকটি ওভারের খেলা চালিয়েছিলেন। অস্ট্রেলিয়াশ্রীলঙ্কার মধ্যকার খেলায় প্রায় অন্ধকার ঘনিয়ে আসায় তারা খেলা থেকে চলে আসতে চাইছিলেন ও পরদিন খেলতে আগ্রহী ছিলেন। খেলার পর উভয় দলের কাছেই নিজ দোষ স্বীকার করেছিলেন তিনি।[৩]

রেকর্ডসমূহ[সম্পাদনা]

১৯ মার্চ, ২০১৪ তারিখ পর্যন্ত সর্বাধিকসংখ্যক টেস্ট খেলা পরিচালনাকারী রেফারিদের তালিকা নিম্নরূপ:[৪]

রেফারি সময়কাল খেলার সংখ্যা
শ্রীলঙ্কা রঞ্জন মাদুগালে ১৯৯৩-বর্তমান ১৪৮
নিউজিল্যান্ড জেফ ক্রো ২০০৫-বর্তমান ৬৫
ইংল্যান্ড ক্রিস ব্রড ২০০৪-বর্তমান ৬০
গায়ানা ক্লাইভ লয়েড ১৯৯২-২০০৬ ৫৩
শ্রীলঙ্কা রোশন মহানামা ২০০৪-বর্তমান ৫১
নিউজিল্যান্ড জন রিড ১৯৯৩-২০০২ ৫০
দক্ষিণ আফ্রিকা মাইক প্রোক্টর ২০০২-২০০৮ ৪৭
অস্ট্রেলিয়া অ্যালান হার্স্ট ২০০৪-২০১১ ৪৫
বার্বাডোস ক্যামি স্মিথ ১৯৯৩-২০০২ ৪২

১৯ মার্চ, ২০১৪ তারিখ পর্যন্ত সর্বাধিকসংখ্যক একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা পরিচালনাকারী রেফারিদের তালিকা নিম্নরূপ:[৫]

রেফারি সময়কাল খেলার সংখ্যা
শ্রীলঙ্কা রঞ্জন মাদুগালে ১৯৯৩-বর্তমান ২৭৯
ইংল্যান্ড ক্রিস ব্রড ২০০৪-বর্তমান ২৪৪
নিউজিল্যান্ড জেফ ক্রো ২০০৪-বর্তমান ১৯২
শ্রীলঙ্কা রোশন মহানামা ২০০৪-বর্তমান ১৯৩
দক্ষিণ আফ্রিকা মাইক প্রোক্টর ২০০২-২০০৮ ১৬২
গায়ানা ক্লাইভ লয়েড ১৯৯২-২০০৭ ১৩৩

১৯ মার্চ, ২০১৪ তারিখ পর্যন্ত সর্বাধিকসংখ্যক টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেট খেলা পরিচালনাকারী রেফারিদের তালিকা নিম্নরূপ:[৬]

রেফারি সময়কাল খেলার সংখ্যা
শ্রীলঙ্কা রঞ্জন মাদুগালে ২০০৬-বর্তমান ৫৯
ইংল্যান্ড ক্রিস ব্রড ২০০৫-বর্তমান ৫৪
নিউজিল্যান্ড জেফ ক্রো ২০০৫-বর্তমান ৪৫
জিম্বাবুয়ে অ্যান্ডি পাইক্রফট ২০০৯-বর্তমান ৩৫
ভারত জাভাগাল শ্রীনাথ ২০০৬-বর্তমান ৩৪
শ্রীলঙ্কা রোশন মহানামা ২০০৪-বর্তমান ২৯
অস্ট্রেলিয়া অ্যালান হার্স্ট ২০০৮-২০১১ ২৬
দক্ষিণ আফ্রিকা মাইক প্রোক্টর ২০০৬-২০০৮ ১৫

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ICC Elite Referee Panel"Cricinfo। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৪ 
  2. See 4th from bottom paragraph
  3. "Crowe admits error"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৪ 
  4. "Most matches as a referee: Test"Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১০ 
  5. "Most matches as a referee: ODI"Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১০ 
  6. "Most matches as a referee: T20I"Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১০ 

আরও দেখুন[সম্পাদনা]