আম্পায়ার ও রেফারিদের আন্তর্জাতিক তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আম্পায়ার ও রেফারিদের আন্তর্জাতিক তালিকা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃপক্ষ কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে। ১৯৯২/৯৩ মৌসুমে পরীক্ষামূলকভাবে পরিচালনার পর ১৯৯৪ সালে এ তালিকাটি তৈরী করা হয়। এ ব্যবস্থায় প্রতিটি টেস্ট খেলায় একজন নিরপেক্ষ আম্পায়ারকে খেলা পরিচালনার জন্য দায়িত্বভার প্রদান করা হয়।[১] আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাপী টেস্ট ক্রিকেটখেলুড়ে দেশগুলোর ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে খেলা পরিচালনাকারী কর্মকর্তাদেরকে এতে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। কিন্তু ২০০২ সালে আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা প্রণয়ন করায় টেস্টে এর ভূমিকাকে অনেকাংশেই খর্ব করা হয়েছে।

আন্তর্জাতিক তালিকায় মনোনীত আম্পায়ারগণ নিজ দেশে অনুষ্ঠিত একদিনের আন্তর্জাতিক খেলা পরিচালনা করেন। কখনোবা আইসিসি’র সেরা আম্পায়ারদেরকে টেস্ট খেলা পরিচালনায় সহযোগিতার জন্যও তাদেরকে সম্পৃক্ত করা হয়। ব্যস্ত ক্রিকেট বর্ষপঞ্জীতে বিদেশে অনুষ্ঠিত একদিনের আন্তর্জাতিকেও তাদেরকে খেলা পরিচালনার জন্য আমন্ত্রণ জানানো হয়।[২][৩] আইসিসি’র পূর্ণ সদস্যভূক্ত দেশগুলো দুইজনকে মাঠে এবং একজনকে থার্ড আম্পায়ার হিসেবে এ তালিকায় কর্মকর্তা হিসেবে মনোনীত করতে পারেন।

বর্তমান তালিকা[সম্পাদনা]

৫ নভেম্বর, ২০১১ তারিখ পর্যন্ত আইসিসি’র আন্তর্জাতিক তালিকায় নিম্নবর্ণিত ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করা হয়েছে:[৪]

মাঠের আম্পায়ার হিসেবে মনোনীত:

আম্পায়ার জন্মতারিখ বয়স (১ জুন ২০২৪) টেস্ট ওডিআই টি২০আই দেশ
পল রেইফেল ১৯ এপ্রিল ১৯৬৬ ৫৮ বছর, ৪৩ দিন ১১ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া
এনামুল হক ২৭ ফেব্রুয়ারি ১৯৬৬ ৫৮ বছর, ৯৫ দিন ৩৪ বাংলাদেশ বাংলাদেশ
নাদির শাহ ৭ ফেব্রুয়ারি ১৯৬৪ ৬০ বছর, ১১৫ দিন ৩৯ বাংলাদেশ বাংলাদেশ
রিচার্ড ইলিংওয়ার্থ ২৩ আগস্ট ১৯৬৩ ৬০ বছর, ২৮৩ দিন ইংল্যান্ড ইংল্যান্ড
সুধীর আসনানি ৭ ডিসেম্বর ১৯৬০ ৬৩ বছর, ১৭৭ দিন ভারত ভারত
শাবির তারাপোরে ২৬ ডিসেম্বর ১৯৫৭ ৬৬ বছর, ১৫৮ দিন ২২ ভারত ভারত
গ্যারি ব্যাক্সটার ৫ মার্চ ১৯৫২ ৭২ বছর, ৮৮ দিন ৩৩ নিউজিল্যান্ড নিউজিল্যান্ড
ক্রিস গফানি ৩০ নভেম্বর ১৯৭৫ ৪৮ বছর, ১৮৪ দিন নিউজিল্যান্ড নিউজিল্যান্ড
আহসান রাজা ২৯ মে ১৯৭৪ ৫০ বছর, ৩ দিন পাকিস্তান পাকিস্তান
জামীর হায়দার ৩০ সেপ্টেম্বর ১৯৬২ ৬১ বছর, ২৪৫ দিন ১৪ পাকিস্তান পাকিস্তান
শন জর্জ ২৫ জানুয়ারি ১৯৬৮ ৫৬ বছর, ১২৮ দিন দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা
যোহান ক্লোয়েত ২১ জুলাই ১৯৭১ ৫২ বছর, ৩১৬ দিন ১৩ দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা
তাইরন বিজেবর্ধনে ২৯ আগস্ট ১৯৬১ ৬২ বছর, ২৭৭ দিন ৫০ শ্রীলঙ্কা শ্রীলঙ্কা
র‌্যানমোর মার্টিনেজ ২৪ জুন ১৯৬৭ ৫৬ বছর, ৩৪৩ দিন শ্রীলঙ্কা শ্রীলঙ্কা
জোয়েল উইলসন ৩০ ডিসেম্বর ১৯৬৬ ৫৭ বছর, ১৫৪ দিন ত্রিনিদাদ ও টোবাগো ওয়েস্ট ইন্ডিজ (ত্রিনিদাদ ও টোবাগো)
পিটার নিরো ২৭ জুন ১৯৬৪ ৫৯ বছর, ৩৪০ দিন ত্রিনিদাদ ও টোবাগো ওয়েস্ট ইন্ডিজ (ত্রিনিদাদ ও টোবাগো)
ওয়েন চিরোম্বি ৩০ মার্চ ১৯৭৩ ৫১ বছর, ৬৩ দিন জিম্বাবুয়ে জিম্বাবুয়ে
রাসেল টিফিন ৪ জুন ১৯৫৯ ৬৪ বছর, ৩৬৩ দিন ৪৪ ১২৪ জিম্বাবুয়ে জিম্বাবুয়ে

তৃতীয় আম্পায়ার হিসেবে মনোনীত:

আম্পায়ার জন্ম তারিখ বয়স (১ জুন ২০২৪) টেস্ট ওডিআই টি২০আই দেশ
সাইমন ফ্রাই ২৯ জুলাই ১৯৬৬ ৫৭ বছর, ৩০৮ দিন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া
শরফুদ্দৌলা ১৬ অক্টোবর ১৯৭৬ ৪৭ বছর, ২২৯ দিন বাংলাদেশ বাংলাদেশ
রব বেইলি ২৮ অক্টোবর ১৯৬৩ ৬০ বছর, ২১৭ দিন ইংল্যান্ড ইংল্যান্ড
বিনীত কুলকার্নি ৬ অক্টোবর ১৯৭৯ ৪৪ বছর, ২৩৯ দিন ভারত ভারত
এস. রবি ২২ এপ্রিল ১৯৬৬ ৫৮ বছর, ৪০ দিন ভারত ভারত
ব্যারি ফ্রস্ট ৬ ফেব্রুয়ারি ১৯৫৮ ৬৬ বছর, ১১৬ দিন নিউজিল্যান্ড নিউজিল্যান্ড
সোজাব রাজা ২৯ মে ১৯৭৪ ৫৯ বছর, ২১৪ দিন পাকিস্তান পাকিস্তান
আদ্রিয়ান হোল্ডস্টক ২৭ এপ্রিল ১৯৭০ ৫৪ বছর, ৩৫ দিন দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা
রুচিরা পল্লিয়াগুরুগে ২২ জানুয়ারি ১৯৬৮ ৫৬ বছর, ১৩১ দিন শ্রীলঙ্কা শ্রীলঙ্কা
গ্রিগোরি ব্রেইদওয়েত ৯ ডিসেম্বর ১৯৬৯ ৫৪ বছর, ১৭৫ দিন বার্বাডোস ওয়েস্ট ইন্ডিজ (বার্বাডোস)
নাইজেল ডাগুইড ২৫ নভেম্বর ১৯৬৯ ৫৪ বছর, ১৮৯ দিন গায়ানা ওয়েস্ট ইন্ডিজ (গায়ানা)
জেরেমিয়া মাতিবিরি ৩১ মে ১৯৭১ ৫৩ বছর, ১ দিন জিম্বাবুয়ে জিম্বাবুয়ে

*পরিসংখ্যানে মাঠের আম্পায়ার হিসেবে অংশগ্রহণকে তুলে ধরা হয়েছে। পরিসংখ্যান ৫ নভেম্বর, ২০১১ তারিখ পর্যন্ত সঠিক।

মূল তালিকা[সম্পাদনা]

১৯৯৪ সালে আন্তর্জাতিক তালিকায় প্রকৃত সদস্যদের তালিকায় সদস্যদের তালিকা নিম্নরূপ:[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Cricket: Bird launches initiative, The Independent, 14 January 1994
  2. "ICC – Match Officials"। ১ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৪ 
  3. "International Panel Duties"। ২৬ মে ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৪ 
  4. Emirates International Panel of Umpires ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ জুন ২০১২ তারিখে, ICC International Panel, access date: 12 June 2011

আরও দেখুন[সম্পাদনা]