২০২৪–২৫ বুন্দেসলিগা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বুন্দেসলিগা
মৌসুম২০২৪–২৫
তারিখ২৩ আগস্ট ২০২৪ – ১৭ মে ২০২৫

২০২৪–২৫ বুন্দেসলিগা জার্মানির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ৬২তম মৌসুম। এই মৌসুমটি ২০২৪ সালের ২৩শে আগস্ট তারিখে শুরু হয়ে ২০২৫ সালের ১৭ই মে তারিখে সম্পন্ন হবে।[১][২]

বায়ার লেভারকুজেন বুন্দেসলিগার পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন, যারা ২০২৩–২৪ মৌসুমে ৯০ পয়েন্ট অর্জন করে এই প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জয়লাভ করেছিল।

প্রতিযোগিতার ধরন[সম্পাদনা]

প্রতিটি ক্লাব একে অপরের বিরুদ্ধে দুইটি ম্যাচে মুখোমুখি হবে; একটি নিজেদের মাঠে এবং অপরটি প্রতিপক্ষ দলের মাঠে। ক্লাবগুলো প্রতিটি জয়ের জন্য তিন পয়েন্ট এবং ড্রয়ের জন্য এক পয়েন্ট করে অর্জন করবে। যদি দুই বা ততোধিক ক্লাব সমান পয়েন্ট অর্জন করে থাকে, তবে গোল পার্থক্যের মাধ্যমে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান নির্ধারণ করা হবে। সর্বাধিক পয়েন্ট অর্জনকারী ক্লাবটি চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা জয়লাভ করবে এবং সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী দুইটি ক্লাব ২. বুন্দেসলিগায় অবনমিত হবে। পয়েন্ট তালিকায় তৃতীয় সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী ক্লাবটি ২. বুন্দেসলিগায় তৃতীয় স্থান অধিকারী ক্লাবের বিরুদ্ধে দুই লেগের অবনমন/উন্নয়ন প্লে-অফে অংশগ্রহণ করবে, যেখানে বিজয়ী ক্লাব পরবর্তী মৌসুমে বুন্দেসলিগায় অংশগ্রহণের জন্য উত্তীর্ণ হবে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Rahmenterminkalender für die Saison 2024/25: Bundesliga-Auftakt am 23. August 2024 – 2. Bundesliga startet am 2. August 2024"DFL.de (জার্মান ভাষায়)। Deutsche Fußball Liga। ২৭ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৪ 
  2. "Rahmenterminkalender 2024/2025" (পিডিএফ)DFL.de (জার্মান ভাষায়)। Deutsche Fußball Liga। ২৭ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]