২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মুষ্টিযুদ্ধ – ফেদারওয়েট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে
মুষ্টিযুদ্ধ
লাইট ফ্লাইওয়েট
ফ্লাইওয়েট
ব্যান্টমওয়েট
ফেদারওয়েট
লাইটওয়েট
লাইট ওয়েল্টারওয়েট
ওয়েল্টারওয়েট
মিডলওয়েট
লাইট হেভিওয়েট
হেভিওয়েট
সুপার হেভিওয়েট

২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফেদারওয়েট প্রতিযোগিতা ছিল চতুর্থ সর্বনিম্ন ওজনের অপেশাদার মুষ্টিযুদ্ধের বিভাগ, আর তা অনুষ্ঠিত হয় ওয়ার্কার্স ইন্ডোর এরিনাতে। সেই সব মুষ্টিযোদ্ধা ব্যান্টমওয়েট শ্রেণীভুক্ত হত, যারা ৫৭ কিলোগ্রাম (১২৫.৭ পাউন্ড) থেকে কম ওজনের।

অলিম্পিকে মুষ্টিযুদ্ধের অন্যান্য বিভাগের মত, এটিও সরাসরি একক-অপনয়ন পদ্ধতিতে পরিচালিত হয়। সেমিফাইনালে পরাজিত দুই প্রতিযোগীর উভয়কেই ব্রোঞ্জ পদক প্রদান করা হয়, যাতে কোনো প্রতিযোগীকেই তার প্রথম পরাজয়ের পর আর লড়তে না হয়। এক একটি লড়াইয়ে মোট চারটি দুই মিনিটের রাউন্ড হয়, যেখানে প্রতি রাউন্ডের শেষে ১মিনিটের বিরতি থাকে। শুধুমাত্র দস্তানার সামনের সাদা অংশ দিয়ে মাথা বা শরীরের উপরিভাগে (কোমর থেকে উপরে) ঘুষি মারলেই তা পয়েন্টের জন্য গ্রাহ্য হবে। প্রতিটি লড়াইয়ে পাঁচ জন বিচারক থাকেন; তাদের মধ্যে অন্ততঃ তিনজনকে ঘুষি মারার এক সেকেন্ডের মধ্যে ইশারা করতে হবে ঐ ঘুষি স্কোর করার জন্য। লড়াইয়ের শেষে যে প্রতিযোগী সর্বাধিক বৈধ ঘুষি মেরেছে, সেই বিজয়ী ঘোষিত হয়।

পদকবিজয়ী[সম্পাদনা]

স্বর্ণ ভাসিল লোমাচেঙ্কো
 ইউক্রেন
রৌপ্য খেদাফি জেলখির
 ফ্রান্স
ব্রোঞ্জ ইয়াকুপ কিলিচ
 তুরস্ক
শাহিন ইমরানভ
 আজারবাইজান

সময়সূচী[সম্পাদনা]

সমস্ত সময় China Standard Time (UTC+৮)

তারিখ সময় রাউন্ড
১১ই আগস্ট, ২০০৮, সোমবার ১৩:৩০-১৫:০০
১৯:০০-২০:৩০
৩২জনের রাউন্ড
১৫ই আগস্ট, ২০০৮, শুক্রবার ১৩:৩০-১৪:৩০
২১:০০-২২:০০
১৬জনের রাউন্ড
১৮ই আগস্ট, ২০০৮, সোমবার ২০:০০-২১:০০ কোয়ার্টার ফাইনাল
২২শে আগস্ট, ২০০৮, শুক্রবার ১৪:০০-১৪:৩০ সেমিফাইনাল
২৩শে আগস্ট, ২০০৮, শনিবার ১৯:৩৫-১৯:৫৫ ফাইনাল লড়াই

ড্র[সম্পাদনা]

ফাইনাল[সম্পাদনা]

  সেমিফাইনাল ফাইনাল
                 
  ইয়াকুপ কিলিচ (TUR) 1  
  ভাসিল লোমাচেঙ্কো (UKR) 10  
      ভাসিল লোমাচেঙ্কো (UKR) RSC
    খেদাফি জেলখির (FRA)  
  খেদাফি জেলখির (FRA)  
  শাহিন ইমরানভ (AZE) RET  

ঊর্ধাংশ[সম্পাদনা]

  ৩২জনের রাউন্ড ১৬জনের রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল
      
           ইয়াকুপ কিলিচ (TUR) ১২  
           সাতোশি শিমিজু (JPN)  
             ইয়াকুপ কিলিচ (TUR) ১৩  
             আব্দেলকাদির চাদি (ALG)  
           সাইলোম আদি (THA)  
           আব্দেলকাদির চাদি (ALG)  
             ইয়াকুপ কিলিচ (TUR)
  রবসন কন্সিকাও (BRA)         ভাসিল লোমাচেঙ্কো (UKR) ১০
  লি ইয়াং (CHN) ১২       লি ইয়াং (CHN)  
  রবার্তো নাভারো (DOM)       লুই পোরোজো (ECU)  
  লুই পোরোজো (ECU) +৩         লি ইয়াং (CHN)  
  অন্ত্রেশ ললিত লাকরা (IND)         ভাসিল লোমাচেঙ্কো (UKR) ১২  
  বাহোদির্জন সুলতনভ (UZB)

      বাহোদির্জন সুলতনভ (UZB)       
  ভাসিল লোমাচেঙ্কো (UKR) ১৪       ভাসিল লোমাচেঙ্কো (UKR) ১৩       
  অ্যালবার্ট সেলিমভ (RUS)  

নিম্নাংশ[সম্পাদনা]

  ৩২জনের রাউন্ড ১৬জনের রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল
  রেইনেল উইলিয়ামস (USA)  
  আলেসিও ডি সাভিনো (ITA)       রেইনেল উইলিয়ামস (USA)  
  পল ফ্লেমিং (AUS)       খেদাফি জেলখির (FRA)  
  খেদাফি জেলখির (FRA) ১৩         খেদাফি জেলখির (FRA) ১৪  
  নিক ওকোথ (KEN)         আর্টুরো স্যান্টোস রেইস (MEX)  
  আর্টুরো স্যান্টোস রেইস (MEX)       আর্টুরো স্যান্টোস রেইস (MEX) ১৪  
  আলা শিলি (TUN) ১৪       আলা শিলি (TUN)  
  উইলহেল্ম গ্র্যাটসচো (GER)         খেদাফি জেলখির (FRA)  
  প্রিন্স অক্টোপাস (GHA)         শাহিন ইমরানভ (AZE) RET
  ইডেল তোরিয়েন্তে (CUB) ১১       ইডেল তোরিয়েন্তে (CUB) ১০  
  জোরিগবাতারিন এঙ্কজোরিগ (MGL) ১০       জোরিগবাতারিন এঙ্কজোরিগ (MGL)  
  মেহদি উয়াতিন (MAR)         ইডেল তোরিয়েন্তে (CUB) ১৪  
  থাতো বাতশেগি (BOT)         শাহিন ইমরানভ (AZE) ১৬  
  নিকোলোজ ইজোরিয়া (GEO) ১৪       নিকোলোজ ইজোরিয়া (GEO)       
  গালিব জাফারভ (KAZ)       শাহিন ইমরানভ (AZE) ১৮       
  শাহিন ইমরানভ (AZE)  

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]