হেলিওফোরাস কোহিমেনসিস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নাগা স্যাফায়ার
Naga Sapphire
ডানা বন্ধ অবস্থায়
ডানা খোলা অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Arthropoda
শ্রেণী: Insecta
বর্গ: Lepidoptera
পরিবার: Lycaenidae
গণ: Heliophorus
প্রজাতি: H. kohimensis
দ্বিপদী নাম
Heliophorus kohimensis
(Tytler 1912)

নাগা স্যাফায়ার (বৈজ্ঞানিক নাম: Heliophorus kohimensis (Tytler)) একটি ছোট প্রজাপতি। এরা ‘লাইসিনিডি’ গোত্রের এবং 'লাইসিনিনি' উপগোত্রের সদস্য।

আকার[সম্পাদনা]

নাগা স্যাফায়ার এর প্রসারিত অবস্থায় ডানার আকার ৩০-৩৬ মিলিমিটার দৈর্ঘের হয়।[১]

উপপ্রজাতি[সম্পাদনা]

ভারতে প্রাপ্ত নাগা স্যাফায়ার এর উপপ্রজাতি হল-[২]

  • Heliophorus kohimensis kohimensis (Tytler, 1912) – Kohima Sapphire

বিস্তার[সম্পাদনা]

এই প্রজাতি উত্তর-পূর্ব ভারত[৩] এর অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড এর বিভিন্ন অঞ্চলে দেখা যায়।[১]

বর্ণনা[সম্পাদনা]

প্রজাপতির দেহাংশের পরিচয় বিষদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-

পুরুষ[সম্পাদনা]

ডানার উপরিতল চকচকে কালচে বেগুনি এবং কালচে বাদামী কোস্টাল এবং টার্মিনাল বর্ডার এবং অ্যাপেক্স যুক্ত। সামনের ডানায় কোস্টাল এবং টার্মিনাল বর্ডার ১ মিলিমিটার চওড়া। সামনের ডানার শীর্ষ (apex) পুরুষ প্রকারে বেশী গোলাকৃতি, পিছনের ডানার কালচে বাদামী বর্ডার অপেক্ষাকৃত সরু। পিছনের ডানায় ঢেউখেলানো টার্মিনাল লালচে কমলা বন্ধনী টার্মেন এর মধ্যভাগ থেকে টর্নাস পর্যন্ত বিস্তৃত, কিছু নমুনায় আরো ছোট। পিছনের ডানা লেজযুক্ত। উভয় ডানার সিলিয়া সাদা বর্নের।[৪]

ডানার নিম্নতল উজ্জ্বল হলুদ। অন্যান্য স্যাফায়ারদের মতো উভয় ডানায় কালচে ডিসকাল রেখা, এই প্রজাতিতে অনুপস্থিত। সামনের ডানায় ডিসকাল অংশে কখনো কখনো ছোট কয়েকটি কালো দাগ এবং বিন্দু বর্তমান এবং টার্মিনাল লাল বন্ধনীযুক্ত (ঢেউ খেলানো নয়)। পিছনের দানায় সেল এর অভ্যন্তরে এবং ১খ শিরায় সাব-বেসাল অংশে দুটি কালো বিন্দু লক্ষ্য করা যায়। শীর্ষভাগ (apex) থেকে টর্নাস পর্যন্ত বিস্তৃত ইষদ চওড়া লালচে-কমলা সাব টার্মিনাল ঢেউখেলানো বন্ধনীর ভিতরের দিকে কাল রেখা দ্বারা পরিবেস্থিত সাদা অর্ধচন্দ্রাকৃতি ছোপদ্বারা সীমায়িত (bordered) প্রতিটি শিরামধ্যে। [৪]

স্ত্রী[সম্পাদনা]

ডানার উপরিতল কালচে বাদামী বর্নের। সামনের ডানার টার্মিনাল লালচে কমলা বন্ধনী অপেক্ষাকৃত চড়া। পিছনের ডানার লা্লচে কমলা টার্মিনাল বন্ধনী পুরুষ প্রকারের মতন একই। ডানার নিম্নতল পুরুষ প্রকারের অনুরূপ।[৪]

আচরণ[সম্পাদনা]

দুর্লভ দর্শন এই প্রজাতির উড়ান দ্রুতগামী, তবে স্বল্পদূরত্ব উড়েই এরা তৎক্ষণাৎ ফুলে, পাতায় অথবা পাথরে অবস্থান করে। নাগা স্যাফায়ার সম্পূর্নভাবে পাহাড়ী পতঙ্গ এবং পাহাড়ী জঙ্গলেই এদের গতিবিধী সীমাবন্ধ থাকে। নাগা পাহাড়ে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত এদের বিচরন লক্ষ্য করা যায়। স্ত্রী প্রকার এর দর্শন কদাচিৎ মেলে এবং এরা পুরুষ অপেক্ষা তুলনামূলক ভাবে ছোট পরিধির মধ্যে নিজেদের আবদ্ধ রাখে।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Isaac, Kehimkar (২০১৬)। BHNS Field Guides Butterflies of India। Mumbai: Bombay Natural History Society। পৃষ্ঠা 279। আইএসবিএন 9789384678012 
  2. "Heliophorus kohimensis (Tytler, 1912) - Naga Sapphire"Butterflies of India। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২২ 
  3. Yago, M., Saigusa, T., & Nakanishi, A. (2002). A Revision of the Heliophorus kohimensis group (Lepidoptera: Lycaenidae). Entomological science, 5(3), 375-388.
  4. Wynter-Blyth, Mark Alexander (১৯৫৭)। Butterflies of the Indian Region। Bombay, India: Bombay Natural History Society। পৃষ্ঠা 303। আইএসবিএন 978-8170192329 
  5. Isaac, Kehimkar (২০০৮)। The book of Indian Butterflies (ইংরেজি ভাষায়) (1st সংস্করণ)। নতুন দিল্লি: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা 246। আইএসবিএন 978 019569620 2 

বহিঃসংযোগ[সম্পাদনা]