বিষয়বস্তুতে চলুন

হৃদয় রঞ্জন দাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হৃদয় রঞ্জন দাস, ছিলেন চট্টগ্রাম বিদ্রোহের নায়ক সূর্য সেনের সর্বকনিষ্ঠ অনুসারী। ১৯২৮ সালে হৃদয়রঞ্জন বিপ্লবী দলে যোগ দেন। ডিনামাইট ষড়যন্ত্র মামলায় তাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম কারাগারে বন্দী অস্ত্রাগার অভিযানের বন্দীদের ডিনামাইট দিয়ে উড়িয়ে উদ্ধারের পরিকল্পনা করা হয়। ল্যান্ড মাইন সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরিকল্পনাটি ফাঁস হয়ে গেছে। পরবর্তী বিচারে হৃদয় দাসকে ১৯৩১ সালে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং আন্দামানে নির্বাসিত করা হয়। ৬ বছর কারাভোগের পর ১৯৩৭ সালে তিনি মুক্তি পান।[১][২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বসু, অঞ্জলি (নভেম্বর ২০১৩)। বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সম্পাদকগণ। সংসদ বাঙালি চরিতাভিধান (পঞ্চম সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ সংস্করণ)। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৫১২। আইএসবিএন 978-8179551356 
  2. রায়, প্রকাশ (২০২০)। বিস্মৃত বিপ্লবীচেন্নাই: নোশনপ্রেস তামিলনাড়ুআইএসবিএন 978-1-63873-011-8