হলিডে (১৯৩৮-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হলিডে
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকজর্জ কিউকার
প্রযোজকএভারেট রিসকিন
চিত্রনাট্যকারডোনাল্ড ওগডেন স্টুয়ার্ট
সিডনি বুচম্যান
উৎসফিলিপ ব্যারি কর্তৃক 
হলিডে
শ্রেষ্ঠাংশে
সুরকারসিডনি কাটনার
চিত্রগ্রাহকফ্রাংক প্লেনার
সম্পাদকঅ্যাল ক্লার্ক
অটো মেয়ার
পরিবেশককলাম্বিয়া পিকচার্স
মুক্তি
  • ১৫ জুন ১৯৩৮ (1938-06-15)
স্থিতিকাল৯৫ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি

হলিডে (ইংরেজি: Holiday, অনুবাদ'ছুটির দিন') হল জর্জ কিউকার পরিচালিত ১৯৩৮ সালের মার্কিন প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র। এটি ১৯৩০ সালের একই নামের চলচ্চিত্রের পুনর্নির্মাণ। ফিলিপ ব্যারির একই নামের নাটক অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন ডোনাল্ড ওগডেন স্টুয়ার্টসিডনি বুচম্যান। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন ক্যাথরিন হেপবার্নক্যারি গ্র্যান্ট এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন ডরিস নোলান, লু অয়ার্স ও এডওয়ার্ড এভারেট হর্টন। হর্টন আগের সংস্করণের তার একই চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রটি একটি বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করে।

কুশীলব[সম্পাদনা]

এই চলচ্চিত্রে অভিনয়ের পরে জিন ডিক্সন চলচ্চিত্র থেকে অবসর নেন।[১]

পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]

একাডেমি পুরস্কার
  • মনোনীত: শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা - স্টিভেন গসন ও লিওনেল ব্যাঙ্কস

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Holiday (1938) - Notes"টার্নার ক্লাসিক মুভিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]