সেলিম আলতাফ জর্জ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেলিম আলতাফ জর্জ
কুষ্টিয়া-৪ আসন আসনের
সংসদ সদস্য
পূর্বসূরীআব্দুর রউফ
উত্তরসূরীআব্দুর রউফ
কাজের মেয়াদ
৩০ ডিসেম্বর ২০১৮ – বর্তমান
পূর্বসূরীআবদুর রউফ
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
পেশারাজনীতিবিদ

সেলিম আলতাফ জর্জ একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও একাদশ জাতীয় সংসদ সদস্য। সেলিম আলতাফ জর্জ কুষ্টিয়া-৪ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।[১][২]

জন্ম ও শিক্ষাজীবন[সম্পাদনা]

সেলিম আলতাফ জর্জের জন্ম কুষ্টিয়া জেলায়। সেলিম আলতাফ পেশায় আইনজীবী।[৩]

রাজনৈতিক ও কর্মজীবন[সম্পাদনা]

পারিবারিকভাবে সেলিম আলতাফ আওয়ামী লীগ পরিবারের সন্তান। কুমারখালী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সাংসদ গোলাম কিবরিয়ার দৌহিত্র তিনি। তার চাচা আবুল হোসেন ও চাচি সুলতানা তরুণও সাংসদ ছিলেন। আরেক চাচা সামছুজ্জামান অরুণ কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র। বাবা প্রয়াত আলতাফ হোসেন কিরণ মুক্তিযোদ্ধা ও স্কুলশিক্ষক ছিলেন। মা মমতাজ বেগম অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। বর্তমানে তিনি কুমারখালী মহিলা পরিষদের সভানেত্রী।

দলের কোনো পদে না থাকলেও কুমারখালীতে আওয়ামী লীগের গোড়াপত্তনকারী পরিবারের মানুষ হিসেবে সবাই সেলিম আলতাফ পরিচয় এবং তিনি প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।[৪]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সেলিম আলতাফ জর্জ"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "কুষ্টিয়া-৪: বেসরকারি ফলে নৌকার প্রার্থী সেলিম আলতাফ নির্বাচিত"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 
  3. "সেতু নির্মাণে চোখ সেলিমের"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 
  4. "কুষ্টিয়া-৪: আ'লীগের মনোনয়ন চান কিবরিয়া পরিবারের সেলিম"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]