সুলতান কোসেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুলতান কোসেন
২০০৯-এ কোসেন
জন্ম (1982-12-10) ১০ ডিসেম্বর ১৯৮২ (বয়স ৪১)[১]
জাতীয়তাতুর্কি
পেশাকৃষক
পরিচিতির কারণসবচেয়ে লম্বা জীবিত পুরুষ
উচ্চতা২.৫১ মি (৮ ফু ৩ ইঞ্চি)[২]
দাম্পত্য সঙ্গীমেরভে ডিবো (২০১৩–বর্তমান)

সুলতান কোসেন (তুর্কি: Sultan Kösen)তুর্কি: [suɫtɑn køsen]; জন্ম ১০ ডিসেম্বর ১৯৮২) হচ্ছেন একজন কুর্দি বংশোদ্ভূত তুর্কি[৩] কৃষক যিনি ২৫১ সেন্টিমিটার (৮ ফু ৩ ইঞ্চি) উচ্চতা সহ সবচেয়ে লম্বা জীবিত পুরুষ হিসেবে গিনেস বিশ্ব রেকর্ডে স্থান করে নেন।[২] একটি টিউমার তার পিটুইটারি গ্রন্থিকে প্রভাবিত করার ফলে তার উচ্চতা বৃদ্ধি পেতে থাকে।[৪] তার শারীরিক উচ্চতার কারণে তিনি বগলি-লাঠি ব্যবহার করে হাঁটেন।[৫]

জীবনী[সম্পাদনা]

২০০৯ সালে কোসেন তার পিতা-মাতা, তিন ভাইবোনসহ সবার সাথে বসবাস করতেন, যাদের সবার উচ্চতা ছিল আদর্শ মাপের। উচ্চতার কারণে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পূর্ণ করতে ব্যর্থ হন, এর পরিবর্তে বরং কৃষক হিসেবে খণ্ডকালীন কাজ করতেন।[৬] তিনি লম্বা হওয়ার জন্য যেসব সুবিধা পান তার কথা বলতে গিয়ে দূরের কিছু দেখতে পারা এবং বৈদ্যুতিক বাতি পরিবর্তন ও পর্দা টানানোর মতো গৃহস্থালি কাজে পরিবারকে সাহায্য করতে সক্ষম হওয়ার কথা বর্ণনা করেন। অসুবিধার কথা বর্ণনা করতে গিয়ে ১২৬ সেন্টিমিটার (৪৯.৬১ ইঞ্চি) লম্বা পা এবং ৯৭ সেন্টিমিটার (৩৮.১৯ ইঞ্চি) লম্বা জামার আস্তিন বা তার মাপের জুতা-স্যান্ডেল খুঁজে না পাওয়া বা গড়পড়তার একটি গাড়িতে তার স্থান করা কঠিন বলে তিনি উল্লেখ করেছেন।

রেকর্ড[সম্পাদনা]

২৫ আগস্ট ২০০৯ সালে গিনেস বিশ্ব রেকর্ড কর্তৃক তার নিজ দেশে কোসেনের উচ্চতা ২৪৬.৪ সেমি (৮ ফু ১.০১ ইঞ্চি) রেকর্ড করা হয়েছিল, যার মাধ্যমে২.৩৬১ মি (৭ ফু ৮.৯৫ ইঞ্চি) উচ্চতা বিশিষ্ট সাবেক বিশ্বরেকর্ডধারী বাও জিশুনকে টপকে যান।[৭] এছাড়াও ২৭.৫ সেমি (১০+ ইঞ্চি) নিয়ে সবচেয়ে লম্বা হাত, এবং ৩৬.৫ সেমি (১৪+ ইঞ্চি) (বাম পা) ও ৩৫.৫ সেমি (১৪ ইঞ্চি) (ডান পা) নিয়ে দ্বিতীয় বৃহত্তম পায়ের বর্তমান গিনেস রেকর্ডটিও তার দখলে রয়েছে।[৭]

২৫শে আগস্ট, ২০১০ সালে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় অনুযায়ী, ডাক্তারদের দ্বারা ২৫৪.৩ সেমি (৮ ফু ৪ ইঞ্চি) পর্যন্ত উচ্চতা নিশ্চিত করা হয়েছিল এবং স্কোলিওসিসদের এবং খারাপ অঙ্গভঙ্গির দ্বারা কৃত্রিমভাবে কমিয়ে বলা হয়েছিল যে এটি কোসেনের সম্ভাব্য প্রকৃত উচ্চতা হতে পারে।[৮]

৯ ফেব্রুয়ারি ২০১১-এ কোসেনকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃক ২৫১ সেমি (৮ ফু ২.৮২ ইঞ্চি) পরিমাপ করা হয় এবং তার হাত পুনরায় পরিমাপ করে ২৮ সেমি (১১.০২ ইঞ্চি) পাওয়া যায়, যা তার পূর্বের রেকর্ডটি ভেঙে দেয়।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Guinness World Records 2009 page 73
  2. "Tallest man - Living"guinnessworldrecords.comGuinness World Records। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৪ 
  3. "World's tallest man Sultan Kosen, an ethnic Kurd, marries in Turkey's Kurdistan"ekurd.net। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৮ 
  4. "Dangerous Growth Stopped for World's Tallest Man"। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৮ 
  5. "Bodyshock - Episode Guide - All 4"। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৮ 
  6. "World's tallest man September 2009"The Age। Melbourne। 
  7. "World's tallest man over 8ft high"BBC News। ১৭ সেপ্টেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৫ 
  8. "Tallest man: 'Don't be afraid of me because I'm tall'"The Orange County Register 

বহিঃসংযোগ[সম্পাদনা]

পূর্বসূরী
বাও জিশুন
সবচেয়ে লম্বা স্বীকৃত ব্যক্তি
১৭ সেপ্টেম্বর ২০০৯–
উত্তরসূরী
বিদ্যমান