সুমাইরা আব্দুলালি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুমাইরা আব্দুলালি
জন্ম (1961-05-22) ২২ মে ১৯৬১ (বয়স ৬৩)
জাতীয়তাভারতীয়
পরিচিতির কারণআওয়াজ ফাউন্ডেশন, সক্রিয়কর্মীদের বিরুদ্ধে ভীতিপ্রদর্শন, হুমকি ও প্রতিশোধগ্রহণ বিরোধী আন্দোলন (MITRA)
পুরস্কারমাদার তেরেসা পুরস্কার, অশোক ফেলো
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপরিবেশবাদ,
বন্যপ্রাণী সংরক্ষণ, শব্দদূষণ, বালু উত্তোলন
প্রতিষ্ঠানসমূহবোম্বাই ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি

সুমাইরা আব্দুলালি (জন্ম: ২২ মে ১৯৬১) হলেন ভারতের মুম্বইয়ের একজন পরিবেশবাদী, বেসরকারি সংস্থা আওয়াজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি সক্রিয়কর্মীদের বিরুদ্ধে ভীতিপ্রদর্শন, হুমকি ও প্রতিশোধগ্রহণ বিরোধী আন্দোলনের আহ্বায়ক। তিনি সংরক্ষণ উপকমিটির সহ-সভাপতি এবং এশিয়ার প্রাচীনতম ও বৃহত্তম পরিবেশ বিষয়ক এনজিও বোম্বাই ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির সম্মানজনক সচিব ছিলেন। বর্তমানে তিনি এর গভর্নিং পরিষদের সদস্য।[১][২][৩]

আইনি হস্তক্ষেপ, ওকালতি এবং জনপ্রচারণা, প্রামাণ্য চলচ্চিত্র, টেলিভিশন বিতর্ক ও সংবাদ নিবন্ধের মাধ্যমে তিনি সফলভাবে অজ্ঞাত পরিবেশগত বিপদ সম্পর্কে মূলধারার সচেতনতা তৈরি করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য হল শব্দদূষণ ও বালি উত্তোলন।[৪][৫][৬] তিনি নিজের কাজের জন্য বেশকিছু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন। ২০০৪ সালে বালু মাফিয়াদের দ্বারা তাঁর উপর হামলার পরে তিনি ভারতে কর্মীদের সুরক্ষার জন্য প্রথম নেটওয়ার্ক স্থাপন করেছিলেন।

তাকে "ভারতের অন্যতম পরিবেশকর্মী" হিসাবে উল্লেখ করা হয়ে থাকে।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Yahoo"Yahoo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২২ 
  2. Oct 2, Mumbai Mirror / Updated:; 2008; Ist, 02:07। "Govt must wake up to the din"Mumbai Mirror (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২২ 
  3. "News, Latest News, Breaking News, News Headlines, Live News, Today News CNN-News18 English"News18 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২২ 
  4. Lakshmi, Rama (২০১৩-১০-০৩)। "Stop the racket! India's 'minister of noise' fights for quiet in one of the world's loudest cities"Washington Post (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0190-8286। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২২ 
  5. "Dredging up trouble"Frontline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২২ 
  6. Jul 21, TNN /; 2004; Ist, 02:54। "And now, a 'mitra' for whistle-blowers | Mumbai News - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২২ 
  7. "Sumaira Abdulali – Berkeley Political Review"bpr.berkeley.edu