সীতাকুণ্ড কামিল এমএ মাদ্রাসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সীতাকুণ্ড কামিল এমএ মাদ্রাসা
মাদ্রাসার প্রধান ফটকের ছবি
ধরনএমপিও ভুক্ত
স্থাপিত১ জানুয়ারি ১৮৮৬; ১৩৮ বছর আগে (1886-01-01)
প্রতিষ্ঠাতামাওলানা ওবায়দুল হক
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬- ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬- বর্তমান)
অধ্যক্ষমাওলানা মুহাম্মদ ওসমান গনি
মাধ্যমিক অন্তর্ভুক্তিবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
শিক্ষার্থীআনু. ১৪০০
ঠিকানা
সীতাকুণ্ড পৌরসভা
,
সীতাকুণ্ড
, ,
শিক্ষাঙ্গনশহুরে
EIIN সংখ্যা১০৫০৯৯
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাটমিন্টন
এমপিও সংখ্যা২১৩০৩২৪০১
ওয়েবসাইটhttp://105099.ebmeb.gov.bd/

সীতাকুণ্ড কামিল এমএ মাদ্রাসা বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার একটি ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা[১][২] এটি ১৮৮৬ সালে সীতাকুণ্ড পৌরসভার মধ্যে প্রতিষ্ঠা করেন বাড়বকুণ্ডের মাওলানা ওবায়দুল হক। এই মাদ্রাসায় দাখিল, আলিম, ফাজিল ও সর্বোচ্চ শ্রেণী কামিল পর্যন্ত পাঠদান করা হয়।[৩] বর্তমানে মাদ্রাসাটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রয়েছে। মাদ্রাসার বর্তমান অধ্যক্ষের নাম মাওলানা মুহাম্মদ ওসমান গনি। এটি ১৯৯৪ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জাতীয় পর্যায়ে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান পুরস্কার লাভ করে।[৪]

ইতিহাস[সম্পাদনা]

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলাতেও যেন ইসলামি শিক্ষার প্রসার ঘটে সেই লক্ষ্যে মাওলানা ওবায়দুল হক সীতাকুণ্ড কামিল মাদ্রাসা ও সীতাকুণ্ড আদর্শ উচ্চ বিদ্যালয় (১৯১৩) স্থাপন করেন। এছাড়াও মাদ্রাসার অনন্য অন্যতম প্রতিষ্ঠাতারা হল মাওলানা জামালুল্লাহ ও মাওলানা মুহাম্মদুল হক। ওবায়দুল হক মাদ্রাসাটি প্রতিষ্ঠার পরে নান প্রতিকূলতার মধ্য দিয়েই ১৮৮৬ সাল থেকে ১৯২১ সাল পর্যন্ত টানা ৪৫ বছর এই মাদ্রাসার সুপারের দায়িত্ব পালন করেন। ১৯২১ সালে ওবায়দুল হকের মৃত্যুর পরে তার আস্থাভাজন মাওলানা মুহম্মদ জামাল উল্লাহ মাদ্রাসার সুপারের পদে নিযুক্ত হন, ১৯২১ সাল থেকে তিনি ১৯৫০ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। এই মাদ্রাসা প্রতিষ্ঠায় এই দুই ব্যক্তির সর্বাধিক অবদান রয়েছে। এছাড়াও মাদ্রাসার প্রাথমিক অবস্থায় জমি দানকারী ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মিশ্রি জামাল বিবি (১০১৩ একর), আবদুর রহমান সারাং (৭২ শতক), আলহাজ্ব আবুল কালাম (মাদ্রাসা মসজিদ নির্মাতা) প্রভৃতি।

২০০৬ সাল এটি ফাজিল ও কামিল ডিগ্রিকে সাধারণ শিক্ষা মানের ডিগ্রি প্রদানের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়।[৫] এরফলে ফাজিল ও কামিল পরীক্ষা উভয় মিলিয়ে সাধারণ শিক্ষার পূর্ণ স্নাতক ডিগ্রির সমমান লাভ করে। এরপরে ২০১৬ সালে মাদ্রাসা শিক্ষাকে আরও আধুনিকরন করার জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে মাদ্রাসাটি সেখানে স্থানান্তরিত করা হয়।[৬]

শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

মাদ্রাসাটিতে প্রায় ১৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে, এবং ২১ জন নিয়মিত শিক্ষক রয়েছে। ফলাফলের দিক থেকে মাদ্রাসাটি উপজেলা ও জেলা পর্যায়ে শীর্ষস্থান দখল করে থাকে। দূরবর্তী ছাত্রদের জন্য একটি ছাত্রাবাস নির্মাণ করা হয়েছে, এখানে অত্যন্ত কম খরচে শিক্ষার্থীরা অবস্থান করতে পারে। তবে মাদ্রাসাটি এখনো অনার্স কোর্স চালুর অনুমতি পায়নি। তবে মাদ্রাসার দাখিল ও আলিম শ্রেণীতে বিজ্ঞান ও মানবিক উভয় বিভাগ চালু আছে।

মাদ্রাসার নামে সাধারণ মুসলিমদের ওয়াকফ করে দেওয়া ১১ একর জমি আছে, এসব জমি থেকে আয়ের টাকা মাদ্রাসার উন্নয়ন ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য ব্যয় করা হয়। এই টাকা দিয়েই মাদ্রাসার আবাসিক হোস্টেলে (লিল্লাহ বোডিং) অর্থায়ন করা হয়।

মাদ্রাসা প্রধানের তালিকা[সম্পাদনা]

  1. মাওলানা ওবায়দুল হক, মাদ্রাসা সুপার (১৮৮৬-১৯২১)
  2. মাওলানা মুহম্মদ জামাল উল্লাহ, মাদ্রাসা সুপার (১৯২১-১৯৫০)

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]

  • মাওলানা ওবায়দুল হক, মাদ্রাসা প্রতিষ্ঠাতা প্রথম সুপার, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগঠক।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. চক্রবর্তী, সৌমিত্র (২০১৭-১০-১৭)। "সীতাকুণ্ড আলীয়া মাদ্রাসার ১৩১ বছর | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২১ 
  2. Dainikshiksha। "তিন পদে নিয়োগ দেবে সীতাকুণ্ড কামিল এমএ মাদরাসা - দৈনিকশিক্ষা"Dainik shiksha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২১ 
  3. "Sitakund Kamil Madrasah - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-০২। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২১ 
  4. "SITAKUNDU KAMIL MADRASAH"105099.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২২ 
  5. "আলিয়া মাদরাসার উৎপত্তি ও ক্রমবিকাশ"lekhapora24.net। ২০২১-০৮-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৭ 
  6. "মাদ্রাসা শিক্ষার উন্নয়নে প্রত্যাশা"SAMAKAL (ইংরেজি ভাষায়)। ২০২১-০৬-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১০ 
  7. "ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগঠক মাওলানা ওবায়দুল হকের ৯৮তম মৃত্যুবার্ষিকী পালন করেছে সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন" (ইংরেজি ভাষায়)। ২০২২-০৯-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২১