সাংহাই শেনহুয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাংহাই শেনহুয়া
上海申花
পূর্ণ নামসাংহাই শেনহুয়া এফ. সি.
প্রতিষ্ঠিত১৯৫১ সাল - ইষ্ট চায়না টীম
১৯৫৭ সাল - সাংহাই এফ. সি.
১৯৯৩ সাল - সাংহাই শেনহুয়া এফ. সি.
মাঠহংকুউ ফুটবল স্টেডিয়াম,
সাংহাই, চীন
ধারণক্ষমতা৩৫,০৬০
সভাপতিজুহ জুন
ম্যানেজারসার্জিও বাতিস্তা
লিগচাইনিজ সুপার লীগ
চাইনিজ সুপার লীগ, ১১ তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

সাংহাই শেনহুয়া চাইনিজ সুপার লীগে অংশগ্রহণকারী একটি পেশাদার ফুটবল দল। বর্তমানে দলটিতে আইভরি কোস্ট দলের অধিনায়ক দিদিয়ের দ্রগবা খেলছেন।

ইতিহাস[সম্পাদনা]

সর্বপ্রথম ১৯৫১ সালের অক্টোবর মাসে স্থানীয় ও আঞ্চলিক সরকারি পৃষ্ঠপোষকতায় ইস্ট চায়না টীম নামে একটি ফুটবল দল গঠন করা হয় যারা সেই বছরের জাতীয় ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় স্থান লাভ করে। পরবর্তীতে ১৯৫৭ সালে এই দলটি তাদের প্রদেশ "সাংহাই" -এর নামানুসারে সাংহাই ফুটবল দল বা সংক্ষেপে সাংহাই নামে পরিচিত হয়। চীনের পেশাদার ফুটবল লীগে অংশগ্রহণের জন্য ১৯৯৩ সালের ১০ ডিসেম্বর দলটি তাদের বর্তমান নাম সাংহাই শেনহুয়া ধারণ করে; চাইনিজ ভাষায় যার অর্থ সাংহাইয়ের ফুল

ফলাফল[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]