বিষয়বস্তুতে চলুন

সনম জুং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সনম জুং
صنم جنگ
জন্ম
সনম জুং
জাতীয়তাপাকিস্তানি
পেশাঅভিনেত্রী, মডেল, উপস্থাপিকা, ভিডিও জকি
কর্মজীবন২০১০ – বর্তমান
দাম্পত্য সঙ্গীসৈয়দ আব্দুল কাসেম জাফরি (বি.২০১৬)[১]
সন্তানআলেয়া জাফরি

সনম জুং ( صنم جنگ ) হলেন একজন পাকিস্তানি অভিনেত্রী, মডেল, টেলিভিশন উপস্থাপিকা এবং ভিডিও জকি[২]

কর্মজীবন[সম্পাদনা]

সন জুং ২০০৮ সালে বিবিএ পড়াকালে প্লে টিভিতে ভিডিও জকি হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন, তারপরে ২০১০ সালে এমবিএ পড়াকালে আগ টিভিএ চলে গিয়েছিলেন।[২] তিনি ইমরান আব্বাস নকভি, সারওয়াত গিলানি, আইজাজ আসলাম এবং সাবা হামিদের বিপরীতে হাম টিভিতে দিল ই মুজতার চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রজগতে প্রবেশ করেছিলেন। ২০১৩ সালে তিনি মিকাল জুলফিকার এবং আদিল হুসেনের বিপরীতে মোহবত সুব কা সিতারা হ্যায় চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এরপর তিনি আদনান সিদ্দিকি এবং হারিম ফারুখকে নিয়ে মেরে হামদুম মেরে দোস্ত-তে অভিনয় করেছেন।[৩] তারপরে তিনি ২০১৫ সালে ইমরান আব্বাস নকভির সঙ্গে পুনরায় আলবিদা-তে অভিনয় করেছেন।

২০১৪ সাল থেকে ২০১৮ সালের ৩০ নভেম্বর পর্যন্ত তিনি হাম টিভিতে জাগো পাকিস্তান জাগো অনুষ্ঠানের উপস্থাপিকা ছিলেন।[২]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

সনম জুং ২০১৬ সালের জানুয়ারিতে পাইলট সৈয়দ আব্দুল কাসেম জাফরিকে বিয়ে করেছেন।[৪] তিনি ২০১৬ সালের নভেম্বরে আলেয়া জাফরি নামে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Sanam Jang Gets Hitched"The News International। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৬ 
  2. Samiuddin, Shahrezad। "The girl with the golden touch"। Dawn। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৬ 
  3. Nawaz, Farman (২ জানুয়ারি ২০১৫)। "14 Pakistani dramas that ruled our television screens in 2014"। Express Tribune। ১২ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২১ 
  4. "Do we hear wedding bells for Sanam Jung?"The Express Tribune। ২১ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৬ 
  5. "Actor Sanam Jung blessed with a baby girl"The Express Tribune। ১৪ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৬