বিষয়বস্তুতে চলুন

শামীম আরা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শামীম আরা
জন্ম
পুতলি বাই

২২ মার্চ ১৯৩৮
মৃত্যু৫ আগস্ট ২০১৬ (বয়স ৭৮)
পেশাঅভিনেত্রী, চলচ্চিত্র প্রযোজক, চলচ্চিত্র পরিচালক পাকিস্তান
কর্মজীবন১৯৫৬-২০১০
দাম্পত্য সঙ্গীসারদার রিন্দ
আব্দুল মাজিদ ক্যারিম
ফারীদ আহমেদ
[দাবির-উল-হাসান
-মৃত্যু পর্যন্ত স্বামী ২০১৬]

শামীম আরা (উর্দু: شمیم آرا ‎‎)  (২২ মার্চ ১৯৩৮ - ৫ আগস্ট ২০১৬)[১] হচ্ছেন পাকিস্তানি চলচ্চিত্র অভিনেত্রী, পরিচালক এবং প্রযোজক

তিনি পুতলি বাই নামে জন্মগ্রহণ করেন কিন্তু পরে ছবির নাম শামীম আরা গ্রহণ করেন। তার অভিনয় কর্মজীবন ১৯৫০ এর দশকের শেষের দিক থেকে ১৯৭০ এর দশকের প্রথম পর্যন্ত ছিল। তৎকালীন পশ্চিম পাকিস্তানের (বর্তমান: পাকিস্তান) প্রথম রঙ্গিন চলচ্চিত্র নায়লা (১৯৬৫) তে তার প্রধান ভূমিকার জন্য তিনি সবচেয়ে বিখ্যাত, যেটি মুক্তি পেয়েছিল ২৯ অক্টোবর ১৯৬৫ সালে, তবে প্রথম পূর্ণদৈর্ঘ্য রঙ্গীন চলচ্চিত্রটি ছিল সঙ্গম (১৯৬৪) যা তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান: বাংলাদেশ) থেকে প্রযোজিত হয়েছিল এবং ২৩ এপ্রিল ১৯৬৪ সালে মুক্তি পেয়েছিল। [তথ্যসূত্র প্রয়োজন] [ উদ্ধৃতি প্রয়োজন ]

চলচ্চিত্র প্রযোজনা[সম্পাদনা]

১৯৬৮ সালে, তিনি তার প্রথম চলচ্চিত্র সাইকা (১৯৬৮) প্রযোজনা করেন, যা রাজিয়া বাটের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল। এই চলচ্চিত্রটি বিপুল সংখ্যক দর্শকদের মন জয় করেছে বিশেষ করে পরিবারদেরকে।

চলচ্চিত্র পরিচালনা[সম্পাদনা]

১৯৭৬ সালে, প্রথমবারের মতো তিনি চলচ্চিত্র পরিচালনা করেন জিও অউর জীনেয় (১৯৭৬)। পরে তিনি তার হীরকজয়ন্তী চলচ্চিত্র মুন্ডে বিগরে জায়েগা (১৯৯৫) পরিচালিত করেন। অন্যান্য চলচ্চিত্র তিনি পরিচালনা করেন সেগুলো হলো প্লেবয় (১৯৭৮), মিস হংকং (১৯৭৯), মিস কলম্বো (১৯৮৪), মিস সিঙ্গাপুর (১৯৮৫), লেডি স্মাগলার (১৯৮৭), লেডি কমান্ডো (১৯৮৯), আখেরি মুজরা (১৯৯৪), বায়তা (১৯৯৪), হাতী মেরে সাথী (১৯৯৫), মুন্ডে বিগরে জায়েগা (১৯৯৫), হাম তো চালেয় সুসরাল (১৯৯৬), মিস ইস্তানবুল (১৯৯৬), লাভ ৯৫ (১৯৯৬), হাম কিসিসে কাম নাহি (১৯৯৭), এবং পাল দো পাল (১৯৯৯)।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

শামীম আরা চারবার বিয়ে করেছিলেন। তার প্রথম স্বামী (এবং সম্ভবত পৃষ্ঠপোষক) ছিলেন সরদার রিন্দ, বেলুচিস্তানের একজন বাড়িওয়ালা, যিনি গাড়ী দুর্ঘটনায় মারা যান। [তথ্যসূত্র প্রয়োজন] এরপর তিনি আগফা রঙিন চলচ্চিত্র কোম্পানির পরিচালনাকারী পরিবারের আব্দুল মজিদ ক্যারিমকে বিয়ে করেন। তাদের একটি ছেলে ছিল, সালমান মজিদ ক্যারিম (যিনি তার একমাত্র সন্তান ছিলেন), কিন্তু এই বিবাহ, বিচ্ছেদে শেষ হয়। তার তৃতীয় বিয়ে হয় ফারীদ আহমেদ এর সঙ্গে, যিনি চলচ্চিত্র পরিচালক এবং বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ডব্লিউ জেড আহমেদের ছেলে ছিলেন। এই বিয়েও বিচ্ছেদের মাধ্যেমে শেষ হয়ে যায়। পরে, শামীম আরা পাকিস্তানি চলচ্চিত্র পরিচালক ও লেখক দাবির-উল-হাসানকে বিয়ে করেন।[তথ্যসূত্র প্রয়োজন] ২০০৫ সাল পর্যন্ত তারা লাহোরে বসবাস করতেন, তিনি ও তার ছেলে সালমান মজিদ ক্যারিম (পূর্ববর্তী বিবাহের মাধ্যমে তার ছেলে) লন্ডনে চলে গেলে তার স্বামী পাকিস্তানে থেকে যান।

১৯ অক্টোবর ২০১০ তারিখে পাকিস্তান সফরের সময় তিনি মস্তিষ্কের রক্তক্ষরণ রোগে ভোগছিলেন [২] এবং চিকিৎসার জন্য তিনি লন্ডনে ফিরে যান। [তথ্যসূত্র প্রয়োজন] তিনি ছয় বছর ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এবং তার একমাত্র পুত্র সালমান মজিদ ক্যারিমে তার যত্ন দেখাশোনা করেন, যিনি তার পিতার কাছ থেকে আগফা কালার ফিল্ম কোম্পানি উত্তরাধিকারী হওয়ার কারণে খুব ধনী ছিলেন। শামীম আরা লম্বাসময় অসুস্থ থাকার পর লন্ডনের একটি হাসপাতালে ৫ আগস্ট ২০১৬ শেষ নিশ্বাস ত্যাগ করেন।[১][৩] তার একমাত্র ছেলে দাফন কার্য পরিচালনা করেন এবং তাকে যুক্তরাজ্যে দাফন করা হয়েছিল। [৪]

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

  • "কানওয়ারী বেওয়াহ", "মিস 56" - (১৯৫৬)
  • "আনারকলি", "ওয়াহ রে জামানেয়" - (১৯৫৮)
  • "আলম আরা", "আপনা পারায়া", "ফায়সলা", "সাভেরা", "মাজলুম", "রাজ" - (১৯৫৯)
  • "ভাবী", "দো উস্তাদ", "ইজাত", "রাত কে রাহি", "রূপ মাটি বাজ বাহাদুর", "সাহেলি" - (১৯৬০)
  • ইনসান বাদালতা হাই , জামানা কিয়া কাহে গা, জামিন কা চান্দ - (১৯৬১)
  • "আনচাল", "মেহবুব", "মেরা কিয়া কাসুর", "কাইদি", "নকালাব" (১৯৬২)
  • "দুলহান", "এক তেরা সাহারা" "ঘাজালা", "কালা পানি", "শাযিশ", "সীমা" "টাংয়ে ওয়ালা" - (১৯৬৩)
  • "বাপ কা বাপ” "চিংগারি", "ফারাংগি", "হাভেলি", "ম্যাহখানাহ", " পেয়ার কি সাযা" তানহা - (১৯৬৪)
  • "দেবদাস", "দিল কে তুকদে", ফ্যাশন, নায়লা - (১৯৬৫)
  • আগ কা দরিয়া, "জালওয়া", "মাজবুর", "মেরে মেহবুব", "পারদাহ" "কাবিলাহ" - (১৯৬৬)
  • "দোরাহা", "হামরাজ", " লাখোন মেয় এইক - (১৯৬৭)
  • সাইকাহ (প্রযোজক) - (১৯৬৮)
  • "দিল মেরা ধড়কন তেরি”, - (১৯৬৮)
  • "আনচ", "দিল-ই-বেতাব", "সালগিরাহ", - (১৯৬৯)
  • "আ্যানসু বান গায়ি মোটি", "বেওয়াফা" - (১৯৭০)
  • "পারাই আগ", "সুহাগ", "ওয়েহশি", "খাক অউর খুন", - (১৯৭১)
  • "আংংগারেয়" - (১৯৭২)
  • "খওয়াব অউর জিন্দেগী" - (১৯৭৩)
  • "ভুল" - (প্রযোজক) - (১৯৭৪)
  • "প্লেবয়" (প্রযোজক ও পরিচালক) - (১৯৭৮)
  • "মেরে আপনে" (অভিনয় ও পরিচালক) - (১৯৮১)
  • পাল দো পাল (পরিচালক) - (১৯৯৯)

পুরস্কার এবং স্বীকৃতি[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Humaima Malick tweets tribute to Shamim Ara"The Times of IndiaTimes News Network। ৭ আগস্ট ২০১৬। ৭ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৬...passed away in London on Friday [5 August 2016] ... 
  2. "Ailing Shamim Ara needs help"The Nation newspaper। ২০১০-১১-১১। সংগ্রহের তারিখ ২০১৬-০৮-১০ 
  3. Khan, Sher (১১ জুন ২০১৪)। "Wishing for Shamim Ara's speedy recovery"The Express Tribune newspaper। Pakistan: Lakson Group। ৫ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৬ 
  4. Salman, Peerzada (৬ আগস্ট ২০১৬)। "Yesteryear's heartthrob Shamim Ara dies in UK"Dawn newspaper। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]