বিষয়বস্তুতে চলুন

শবনম নাসিমি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শবনম নাসিমি
জন্ম১৬ ফেব্রুয়ারি, ১৯৯১
জাতীয়তাযুক্তরাজ্য
শিক্ষাইউনিভার্সিটি অব ল
পিতা-মাতানুরলহক নাসিমি
মাহবুবা নাসিমি
আত্মীয়রাবিয়া নাসিমি, দারিয়ুস নাসিমি, শিকেব নাসিমি
ওয়েবসাইটshabnamnasimi.co.uk

শবনম নাসিমি ( ফার্সি: شبنم نسیمی ) (জন্ম: ১৬ ফেব্রুয়ারি ১৯৯১) হলেন একজন ব্রিটিশ-আফগান সমাজকর্মী এবং রাজনৈতিক ভাষ্যকার। তিনি কনজারভেটিভ ফ্রেন্ডস অফ আফগানিস্তান নামে একটি প্রভাবশালী গোষ্ঠীর নির্বাহী পরিচালক। দলটি যুক্তরাজ্যে আফগানিস্তানের বোধ ও সমর্থন প্রচার করার জন্য কাজ করে থাকে।

প্রাথমিক জীবন এবং শিক্ষা[সম্পাদনা]

১৯৯৯ সালে তালিবান সরকার থেকে পালিয়ে এসে নাসিমির পরিবার আফগানিস্তান হতে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিল। পারিবারিকভাবেই তিনি উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছিলেন। তাঁর বাবা নুরলহক নাসিমি প্রাক্তন সোভিয়েত ইউনিয়নে আইন বিষয়ে পিএইচডি অর্জন করেছিলেন এবং তাঁর মা মাহবুবা আইনশাস্ত্রে স্নাতকোত্তর শেষ করেছিলেন।[১] তিনি তাঁর বাবা-মায়ের চার সন্তানের মধ্যে একজন। তাঁর অন্যান্য ভাইবোনেদের সকলেই কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং কিংস কলেজ লন্ডন সহ যুক্তরাজ্যের কয়েকটি নামিদামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন বা করছেন।[২]

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

২০১২ সালে শবনম নাসিমি বিবিসির ১০০ জন বাছাইকৃত নারীদের একজন হিসাবে মনোনীত ও তালিকাভুক্ত হয়েছিলেন।[৩][৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Nasimi, Shabnam। "I am a young woman from an ethnic minority — and a Tory"The Times 
  2. "نسل مهاجر زن افغانستان در کشمکش هویت‌ها"BBC News فارسی 
  3. "برنامه ویژه صد زن تلویزیون فارسی بی‌بی‌سی: زنان و دنیای سیاست"BBC News فارسی (ফার্সি ভাষায়)। ২০১৯-১০-২০। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৯ 
  4. "صد زن"BBC News فارسی (ফার্সি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৯