লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ

স্থানাঙ্ক: ২২°৩৯′১৪″ উত্তর ৯২°১০′৫১″ পূর্ব / ২২.৬৫৩৯° উত্তর ৯২.১৮০৯° পূর্ব / 22.6539; 92.1809
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, রাঙ্গামাটি
প্রতিষ্ঠানের লোগো
অবস্থান
মানচিত্র
কাঁঠালতলী, রাঙ্গামাটি

স্থানাঙ্ক২২°৩৯′১৪″ উত্তর ৯২°১০′৫১″ পূর্ব / ২২.৬৫৩৯° উত্তর ৯২.১৮০৯° পূর্ব / 22.6539; 92.1809
তথ্য
ধরনবেসরকারি, ৩০৫ পদাতিক ব্রিগেড - রাঙ্গামাটি
নীতিবাক্যশিক্ষা সম্প্রীতি প্রগতি
প্রতিষ্ঠাকাল১৯৯১ (1991) [১]
বিদ্যালয় জেলামাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম
অধ্যক্ষমেজর মোঃ আরিফ মাহমুদ
কর্মকর্তা২৪
অনুষদ৬১
শ্রেণী
  • ১ম থেকে ১২শ শ্রেণী (বাংলা মাধ্যম)
  • প্লে থেকে ১০ম শ্রেণি (ইংরেজি মাধ্যম)
ভর্তি১৬০০+
ক্যাম্পাসের ধরনশহর
ওয়েবসাইটwww.lakers.edu.bd

লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ বা এলপিএসসি (LPSC) হল বাংলাদেশের রাঙ্গামাটি জেলার কাঁঠালতলিতে অবস্থিত একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এটি বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি সেনানিবাসে অবস্থিত ৩০৫ পদাতিক ব্রিগেড কর্তৃক পরিচালিত হয়। স্কুলটি ১৯৯১ সালের ২৩ ফেব্রুয়ারি স্থাপিত হয়। পরবর্তীতে ২০১৫ সালে উচ্চ মাধ্যমিক অধ্যয়নের জন্য কলেজ শাখা উন্মুক্ত করা হয়। এটি রাঙ্গামাটি শহরে বসবাসরত সামরিক বেসামরিক সকল সম্প্রদায়ের শিক্ষার্থীদের, বিশেষত রাঙ্গামাটি অঞ্চলে এবং এর আশেপাশের অঞ্চল থেকে আসা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি মূলত সেনাবাহিনী কর্তৃক ক্যান্টনমেন্টের আদলে পরিচালিত হয়।

ইতিহাস[সম্পাদনা]

১৯৯১ সালে মাত্র ৬০ জন শিক্ষার্থী ও ৭ জন শিক্ষক নিয়ে বেগম রুকসানা আমিনকে অধ্যক্ষ করে কালিন্দীপুর এর একটি ভাড়া বাসায় লেকার্স পাবলিক স্কুল নামে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে রাঙ্গামাটি স্থানীয় সরকার বিভাগ কাঁঠালতলীতে বিদ্যালয়কে ১.৩ একর (৫,৩০০ বর্গমিটার) খাস জমি বরাদ্দ দিয়েছিল যেখানে বর্তমান বিদ্যালয় ভবনের নিচতলা নির্মাণ করা হয়। তারপর ১৯৯৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ওই ভবনে নার্সারি থেকে ৫ম শ্রেণি কার্যক্রম শুরু হয়।

অধ্যক্ষের তালিকা[সম্পাদনা]

নাম অবস্থা কার্যকাল শুরু কার্যকাল সমাপ্ত
বেগম রোকসানা আমিন - ২৩-০২-১৯৯১ ২৪-০৬-১৯৯৩
বেগম শারমিন চৌধুরী - ১১-০৩-১৯৯৩ ১৫-০৪-১৯৯৫
একেএম সিরাজুল ইসলাম ভারপ্রাপ্ত ১৬-০৪-১৯৯৫ ২৮-০২-১৯৯৭
বেগম শাহানা নূর ভারপ্রাপ্ত ০৩-০৩-১৯৯৬ ২৮-০২-১৯৯৭
বেগম শরীফ শাহনাজ নাসরীন ভারপ্রাপ্ত ০১-০৩-১৯৯৭ ২৬-০৬-১৯৯৭
বেগম সেলিনা ইয়াসমিন ভারপ্রাপ্ত ০১-০৭-১৯৯৭ ১৩-০৬-১৯৯৯
মিস দূর্গা সাহা ভারপ্রাপ্ত ০১-০১-২০০০ ১১-১২-২০০০
এম তাবিবুল্লা - ১২-১২-২০০০ ০৮-০৮-২০০২
মিস দূর্গা সাহা ভারপ্রাপ্ত ০৯-০৮-২০০২ ১৪-০৩-২০০৩
মোহাম্মদ আব্দুল মতিন - ১৫-০৩-২০০৩ ৩০-০৬-২০০৮
মো. ইসমাঈল হুসাইন - ০১-০৭-২০০৮ ৩১-০১-২০১১
মোহাম্মদ আব্দুল মতিন - ০১-০২-২০১১ ৩১-১২-১৭
নাজনীন নাহার - ১৫-০১-১৮ ১১-০৮-১৮
স্কোয়াড্রন লিডার নুর কুতুব উল আলম - ১২-০৮-১৮ ৩০-১০-১৯
মেজর মোঃ আরিফ মাহমুদ - ০১-১১-২০১৯ বর্তমান
  সূত্র : Lakers View.

তথ্যসূত্র[সম্পাদনা]