লিনাক্স স্কুল প্রকল্প

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিনাক্স স্কুল প্রকল্প
লিনাক্স স্কুল প্রকল্প
ডেভলপারফল শারাড, জো শারাড
ওএস পরিবারইউনিক্স-সদৃশ
কাজের অবস্থাসক্রিয়
সোর্স মডেলওপেন সোর্স
কার্নেলের ধরনমনোলিথিক (লিনাক্স)
লাইসেন্সবিভিন্ন
ওয়েবসাইটlinuxschools.com

লিনাক্স স্কুল প্রকল্প (ইংরেজি: The Linux School Project — পূর্বের কারোশি, মানে অতিকর্ম থেকে মৃত্যু) স্কুলের জন্যে ডিজাইন করা অপারেটিং সিস্টেম[১][২] এটি উবুন্টু-ভিত্তিক একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন। প্রকল্পটির আওতায় দুটো কাস্টম ডিস্ট্রিবিউশন চালানো হয়, একটি সার্ভারের জন্যে এবং অন্যটি ক্লায়েন্টের যন্ত্রে ব্যবহারের জন্যে। সার্ভার ডিস্ট্রোটি হলো প্রাতিষ্ঠানিক "কারোশি", অন্যটি "কারোশি ক্লায়েন্ট"।

তথ্যসূত্র[সম্পাদনা]