লিথুয়ানীয় উইকিপিডিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপিডিয়ার ফেভিকন লিথুনিয় উইকিপিডিয়া
সাইটের প্রকার
ইন্টারনেট বিশ্বকোষ প্রকল্প
উপলব্ধLithuanian
সদরদপ্তরমিয়ামি, ফ্লোরিডা
মালিকউইকিমিডিয়া ফাউন্ডেশন
ওয়েবসাইটlt.wikipedia.org
বাণিজ্যিকনা
নিবন্ধনঐচ্ছিক

লিথুনিয় উইকিপিডিয়া (লিথুয়ানিয়ান: Lietuviškoji Vikipedija) হচ্ছে অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার লিথুনিয় ভাষার সংস্করণ। লিথুনিয় উইকিপিডিয়া ২০০৩ সালে যাত্রা শুরু করে এবং মে ২০২৪ অনুযায়ী এই উইকিপিডিয়ায় মোট ২,১৬,৬৯৪টি নিবন্ধ, ১,৮৭,০০০ জন ব্যবহারকারী, ৯ জন প্রশাসক ও ২৭,০৬২টি ফাইল আছে। লিথুনিয় উইকিপিডিয়ায় উইকিপিডিয়ানদের সম্মিলিত সম্পাদনার সংখ্যা ৭২,৬৬,৯৫৯টি।

ইতিহাস[সম্পাদনা]

লিয়েতুভিসকোজি ভিকিপেদিজা হচ্ছে লিথুনিয়ার সব থেকে বড় ইন্টারনেট বিশ্বকোষ। ২০০৩ সালে পথচলা শুরু হলে ২০০৪ সালে উল্লেখযোগ্য সংখ্যক নিবন্ধ তৈরি হয়। ১৪ ডিসেম্বর ২০০৫, লিথুয়ানিয় উইকিপিডিয়ায় ১০০০০ নিবন্ধ এবং ২৬ ফেব্রুয়ারি ২০০৬ এ ৪০০০০ [১] তৈরি হয়। ২০১০ সালের ১৮ জানুয়ারি এক লাখ তম নিবন্ধে পদার্পণ করে লিথুয়ানিয় উইকিপিডিয়া।[২]

গ্যালারী[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]