র‌্যান্ডি ওয়েস্ট (অভিনেতা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
র‌্যান্ডি ওয়েস্ট
২০০৯ সালে র‌্যান্ডি ওয়েস্ট
জন্ম
অ্যান্ড্রু জে আব্রামস

(1947-10-12) ১২ অক্টোবর ১৯৪৭ (বয়স ৭৬)
অন্যান্য নামঅ্যান্ডি ডিয়ার, জনি ওয়েস্ট, র‌্যান্ডি আব্রামস
পেশাপর্নোগ্রাফিক অভিনেতা
উচ্চতা১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)
ওয়েবসাইটhttp://www.randywest.com/

রেন্ডি ওয়েস্ট (জন্ম: অ্যান্ড্রু জে আব্রামস; ১২ অক্টোবর ১৯৪৭) একজন অবসরপ্রাপ্ত মার্কিন পর্নোগ্রাফিক অভিনেতা। [১]

প্রারম্ভিক জীবন এবং প্রাক-পর্ণ ক্যারিয়ার[সম্পাদনা]

ওয়েস্ট নিউ ইয়র্ক সিটিতে বেড়ে ওঠেন এবং ১৯৬০-এর দশকের শেষের দিকে দক্ষিণ ফ্লোরিডায় চলে আসেন। তিনি মূলত পেশাদার বেসবল খেলোয়াড় হতে চেয়েছিলেন এবং একটি বেসবল স্কলারশিপে মিয়ামি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। [২] তারপরে তিনি দিক পরিবর্তন করেন এবং পরবর্তী দশকে সঙ্গীতে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেন। ওয়েস্ট এই সময়কালে নগ্ন শিল্পের মডেল হিসাবেও কাজ করেছিলেন। [১] এরপর তিনি ১৯৭৯ সালে ক্যালিফোর্নিয়া চলে যান এবং হয়ে ওঠেন পুরুষ স্ট্রিপ দলের সদস্য। ১৯৮০ ও ১৯৯২ সালে তিনি ছিলেন ব্যক্তিগত স্ট্রিপার[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "About Me"। randywest.com। ফেব্রুয়ারি ২২, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ৩০, ২০০৯ 
  2. "Interview with Randy West"। oxymoronent.com। অক্টোবর ১, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৩, ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]