রিচার্ড ম্যাক্সওয়েল ইটন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিচার্ড এম. ইটন
২০১৬ সালে ঢাকায় অধ্যাপক রিচার্ড ইটন
২০১৬ সালে ঢাকায় অধ্যাপক রিচার্ড ইটন
জন্মরিচার্ড ম্যাক্সওয়েল ইটন
১৯৪০
গ্র্যান্ড র‍্যাপিডস, মিশিগান , মার্কিন যুক্তরাষ্ট্র
পেশাইতিহাসবিদ
নাগরিকত্বমার্কিন
শিক্ষা প্রতিষ্ঠানউস্টার কলেজ, ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়, উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়
ধরনইতিহাস
উল্লেখযোগ্য রচনাবলিইন্ডিয়া ইন দ্য পার্সিয়ানএইট এইজ: ১০০০-১৭৬৫

রিচার্ড ইটন একজন মার্কিন ইতিহাসবিদ যিনি ভারতবর্ষ বিষয়ক গবেষণার জন্য বিখ্যাত। তিনি আরিজোনা বিশ্বদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক। তাঁর অন্যতম বিখ্যাত গ্রন্থ হল দ্য রাইজ অব ইসলাম এণ্ড দ্য বেঙ্গল ফ্রন্টিয়ার[১][২] ভারতবর্ষে মুসলিম শাসনামলে ৬০ হাজার হিন্দু মন্দির ধ্বংস করা হয়েছিল এই মতের বিরোধিতা করে তিনি বলেছেন যে মাত্র ৮০টি মন্দির বিধ্বংসের প্রমাণ পাওয়া যায়।[৩]

প্রকাশনা[সম্পাদনা]

  • দ্য রাইজ অব ইসলাম এণ্ড দ্য বেঙ্গল ফ্রন্টিয়ার (ইসলামের উত্থান ও বাঙালি রণাজ্ঞণ, ১২০৪-১৭৬০)
  • এসেস অন ইসলাম অ্যান্ড ইন্ডিয়ান হিস্টোরি (ইসলাম ও ভারতীয় ইতিহাস বিষয়ক প্রবন্ধ)
  • দ্য নিউ ক্যাম্ব্রিজ হিস্টোরি অফ ইন্ডিয়া (ভারতের নিউ কেমব্রিজ ইতিহাস), খণ্ড ১, অংশ ৮: এ সোশ্যাল হিস্ট্রি অফ দ্য ডেকান, ১৩০০-১৭৬১: এইট ইন্ডিয়ান লাইভস (ডেকানের একটি সামাজিক ইতিহাস, ১৩০০-১৭৬১: আট ভারতীয় জীবন)
  • ইন্ডিয়াস ইসলামিক ট্রাডিশন, ৭১১-১৭৫০ (ভারতের ইসলামী ঐতিহ্য, ৭১১-১৭৫০)
  • টেম্পল ডেসিক্রেশন এন্ড মুসলিম স্টেটস ইন মেডিয়েভ্যাল ইন্ডিয়া (মধ্যযুগীয় ভারতে মন্দির অপবিত্রতা এবং মুসলিম রাষ্ট্র)
  • দ্য সুফিস অফ বিজাপুর, ১৩০০-১৭০০: সোশ্যাল রোলেস অফ সুফিস ইন মেডিয়েভ্যাল ইন্ডিয়া (বিজাপুরের সুফি, ১৩০০-১৭০০: মধ্যযুগীয় ভারতে সুফিদের সামাজিক ভূমিকা)
  • পাওয়ার, মেমরি, আর্কিটেকচার: কন্টেস্টেড সাইটস অন ইন্ডিয়া'স ডেকান প্লাটিও, ১৩০০-১৬০০ (শক্তি, স্মৃতি, স্থাপত্য: ভারতের ডেকান মালভূমির প্রতিদ্বন্দ্বী স্থানগুলি, ১৩০০-১৬০০)
  • এক্সপান্ডিং ফ্রন্টিয়ার্স ইন সাউথ এশিয়ান এন্ড ওয়ার্ল্ড হিস্ট্রি: এসেস ইন অনার অফ জন ফ. রিচার্ডস (দক্ষিণ এশীয় ও বিশ্ব ইতিহাসের সম্প্রসারিত রণাজ্ঞণ: জন এফ রিচার্ডসের সম্মানে প্রবন্ধ)
  • স্ল্যাভেরি এন্ড সাউথ এশিয়ান হিস্ট্রি (দাসত্ব এবং দক্ষিণ এশীয় ইতিহাস)
  • এ সোশ্যাল হিস্ট্রি অফ দ্য ডেকান, ১৩০০ ১৭৬১ চায়না এডিশন: এইট ইন্ডিয়ান লাইভস (ডেকানের একটি সামাজিক ইতিহাস, ১৩০০ ১৭৬১ চীন সংস্করণ: আট ভারতীয় জীবন)

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Richard M. Eaton"www.goodreads.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১১ 
  2. গুগল পাঠ্য
  3. Ashraf, Ajaz। "'We will never know the number of temples desecrated through India's history': Richard Eaton"Scroll.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]