রিচার্ড গ্রিন (প্রযুক্তিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিচার্ড গ্রিন
রিচার্ড গ্রিন
জন্ম
জাতীয়তামার্কিন
পেশাসফটওয়্যার প্রকৌশলী এবং ব্যবসায়িক নির্বাহী

রিচার্ড গ্রিন একজন মার্কিন ব্যবসায়িক নির্বাহী।

গ্রিন নিউ ইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেন। তিনি জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস) এবং স্থানিক বিশ্লেষণে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

তিনি ১৯৮৯ সালে সান মাইক্রোসিস্টেমে যোগদান করেন সফটওয়্যার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসাবে এবং সোলারিস ও জাভার ভিপি/জিএম হিসেবে। তিনি ২০০৪ সালে সান ত্যাগ করেন।[১]

গ্রিন নোকিয়া কর্পোরেশনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে এবং নুয়ান্স কমিউনিকেশনে মোবাইল এবং এন্টারপ্রাইজ ব্যবসায়িক ইউনিটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন। ২০১৬-এর হিসাব অনুযায়ী গ্রিন সুগারসিআরএম- এর ইভিপি/প্রধান পণ্য কর্মকর্তা এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা ছিলেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Yager, Tom (২০০৪-০৪-০৫)। "Sun and Microsoft: Is Rich Green really gone?"InfoWorld (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১২ 
  2. "SugarCRM Names Rich Green as New Chief Product Officer | SugarCRM"www.sugarcrm.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]