বিষয়বস্তুতে চলুন

রমেশচন্দ্র চট্টোপাধ্যায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিপ্লবী

রমেশচন্দ্র চট্টোপাধ্যায়
জাতীয়তাবাঙালি
পরিচিতির কারণবিপ্লবী
আন্দোলনব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন

রমেশচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অগ্নিযুগের অল্পবয়স্ক বাঙালি বিপ্লবী। রমেশচন্দ্র চট্টোপাধ্যায় পনেরো বছর বয়সে আন্দামানে স্থানান্তরিত হন এবং সেলুলার জেলে আঠারো বছর কারাভোগ করেন। তাঁর প্রথম জীবন অস্পষ্টতায় আবৃত রয়েছে যেখানে তাঁর পিতামাতা এবং জন্মস্থান সম্পর্কে কোনও তথ্য নেই।[১][২]

বরিশালের বাণীপীঠ স্কুলের ছাত্র তার প্রধান শিক্ষক জেলার শীর্ষস্থানীয় শিক্ষাবিদ রাসরঞ্জন সেনের কাছে বিপ্লবী জাতীয়তাবাদে দীক্ষিত হন। পরবর্তী জীবনে রাসরঞ্জন সেনের অনেক ছাত্রই বিপ্লবী হয়ে ওঠেন[৩]

জ্যোতিষ ব্যানার্জী হত্যাকাণ্ড[সম্পাদনা]

১৯২৯ সালের ১৪ মার্চ সন্ধ্যা সাতটার দিকে বরিশাল টাউন থানার কুখ্যাত পুলিশ ইন্সপেক্টর জ্যোতিষচন্দ্র ব্যানার্জী সাইকেল চালিয়ে তার দায়িত্ব থেকে ফিরছিলেন। সদর বালিকা বিদ্যালয়ের পেছনের গলির আবছা আলোয় একটি দুর্বল ছোট্ট ছেলে কারও নজরে অসতর্কভাবে পায়চারি করছিল; যে মুহূর্তে ইন্সপেক্টর প্যাডেল করে তার কাছাকাছি চলে আসেন, রমেশচন্দ্র তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং ছুরিটি তার বুকের গভীরে বিদ্ধ করেন এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

লোকজন রমেশচন্দ্রকে হাতেনাতে ধরে থানায় নিয়ে যায়। কারাগারে রমেশচন্দ্র অন্তহীন নির্যাতন সহ্য করেন। ১৯৩০ সালে নিম্ন আদালত প্রথমে তাকে মৃত্যুদণ্ড দেয়; কিন্তু পরে বয়স বিবেচনায় তাকে আজীবনের জন্য বদলি করা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বসু, অঞ্জলি (নভেম্বর ২০১৩)। বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সম্পাদকগণ। সংসদ বাঙালি চরিতাভিধান (পঞ্চম সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ সংস্করণ)। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৫১২। আইএসবিএন 978-8179551356 
  2. রায়, প্রকাশ (২০২০)। বিস্মৃত বিপ্লবীচেন্নাই: নোশনপ্রেস তামিলনাড়ুআইএসবিএন 978-1-63873-011-8 
  3. https://amritmahotsav.nic.in/district-reopsitory-detail.htm?4644

বহিঃসংযোগ[সম্পাদনা]