বিষয়বস্তুতে চলুন

মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়
প্রতিষ্ঠাতা(গণ)মেজর জেনারেল মাহমুদুল হাসান
প্রতিষ্ঠিত১৯৮৯ খ্রি.
অবস্থান
Kollan Complex, Shohid Zoglu Road, Tangail
,
স্থানাঙ্ক24.25002989317332, 89.91527943019487
ওয়েবসাইটhttp://www.mgmhauc.edu.bd/

মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ টাঙ্গাইল জেলা শহরের প্রাণকেন্দ্রে, পুরাতন আদালত রোডে অবস্থিত একটি কলেজ।

স্থাপন[সম্পাদনা]

এটি ১৯৮৯ সালে মাহমুদুল হাসান, এম পি কর্তৃক প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি টাঙ্গাইল জেলার অন্যতম প্রধান উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান।

নামকরণ[সম্পাদনা]

প্রতিষ্ঠাতা মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের নামে উক্ত কলেজের নামকরণ করা হয়।[মৌলিক গবেষণা?]

বিভাগ[সম্পাদনা]

এই কলেজে তিনটি বিভাগ রয়েছে।

  1. বিজ্ঞান
  2. ব্যবসায় শিক্ষা ও
  3. মানবিক

এছাড়া কিছু বিষয়ে এই কলেজটিতে স্নাতক (পাস) ডিগ্রি ও প্রদান করা হয়। কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।

অর্জন[সম্পাদনা]

২০০৩ সালে এই কলেজ জাতীয় পর্যায়ে দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে এবং মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক লাভ করে ।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের ওয়েবসাইট"। ১৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৮