মাহিলাড়া অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মাহিলাড়া অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয় (ইংরেজি: Malihara Ananta Narayan Secondary School) বরিশাল জেলার গৌরনদী উপজেলার একটি শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়।[১] বিদ্যালয়টি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়।[২]

মাহিলাড়া এ.এন. মাধ্যমিক বিদ্যালয়
Malihara A.N. Secondary School
ঠিকানা
ভাঙ্গা-বরিশাল মহাসড়ক

মাহিলাড়া, গৌরনদী উপজেলা

তথ্য
প্রাক্তন নামমাহিলাড়া অনন্ত নারায়ন উচ্চ ইংরেজি বিদ্যালয়
বিদ্যালয়ের ধরনএমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল২ জানুয়ারি ১৯১৯; ১০৫ বছর আগে (1919-01-02)
প্রতিষ্ঠাতাঅনন্ত নারায়ণ সেন মজুমদার
অবস্থাচালু
বিদ্যালয় বোর্ডবরিশাল বোর্ড
বিদ্যালয় জেলাবরিশাল জেলা
ইআইআইএন১০০৬৭১
শিক্ষকমণ্ডলী১৮ জন
লিঙ্গবালক-বালিকা
শিক্ষার্থী সংখ্যা১৫০০ (প্রায়)
শ্রেণী৬ষ্ঠ-১০ম
শিক্ষা ব্যবস্থাবাংলা মাধ্যম
ভাষাবাংলা
শ্রেণীকক্ষ২০টি
ক্যাম্পাসসমূহ০১টি
আয়তন৫ একর (২০,০০০ মি)
ক্যাম্পাসের ধরনগ্রাম্য
হাউস
  • দ্বিতল ০৩টি
  • একতলা ০২টি

ইতিহাস[সম্পাদনা]

১৯১৯ সালে মাহিলাড়া অনন্ত নারায়ন উচ্চ ইংরেজি বিদ্যালয় নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠ করেন মাহিলাড়া গ্রামের বাসিন্দা অনন্ত নারায়ণ সেন মজুমদার। বিদ্যালয়টি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ১৯৩৫ সালে স্বীকৃতি পায়।[৩]

প্রতিষ্ঠাতা[সম্পাদনা]

অনন্ত নারায়ন সেন মজুমদার মাহিলাড়া গ্রামের ব্যক্তি ও তৎকালীন এলাহাবাদ হাই কোর্টের চীফ জাসটিস ছিলেন।

অবস্থান[সম্পাদনা]

বিদ্যালয়টি গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের সদর দপ্তর মাহিলাড়ায় অবস্থিত।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]