মালাপাড়া ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৩°৩৪′১৩″ উত্তর ৯১°৪′৩৬″ পূর্ব / ২৩.৫৭০২৮° উত্তর ৯১.০৭৬৬৭° পূর্ব / 23.57028; 91.07667
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মালাপাড়া
ইউনিয়ন
৮নং মালাপাড়া ইউনিয়ন পরিষদ
মালাপাড়া চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
মালাপাড়া
মালাপাড়া
মালাপাড়া বাংলাদেশ-এ অবস্থিত
মালাপাড়া
মালাপাড়া
বাংলাদেশে মালাপাড়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৩৪′১৩″ উত্তর ৯১°৪′৩৬″ পূর্ব / ২৩.৫৭০২৮° উত্তর ৯১.০৭৬৬৭° পূর্ব / 23.57028; 91.07667 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলাব্রাহ্মণপাড়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠা১৯৯০
সরকার
 • চেয়ারম্যানশেখ আবদুল্লাহ আল মামুন (স্বতন্ত্র)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫২৬ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

মালাপাড়া বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত ব্রাহ্মণপাড়া উপজেলার একটি ইউনিয়ন

আয়তন[সম্পাদনা]

জনসংখ্যা[সম্পাদনা]

ইতিহাস[সম্পাদনা]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

ব্রাহ্মণপাড়া উপজেলার সর্ব-দক্ষিণে মালাপাড়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে দুলালপুর ইউনিয়ন, পূর্বে সাহেবাবাদ ইউনিয়নবুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন, দক্ষিণে গোমতী নদী বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়ন, পশ্চিমে গোমতী নদীদেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নজাফরগঞ্জ ইউনিয়ন এবং উত্তর-পশ্চিমে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

মালাপাড়া ইউনিয়ন ব্রাহ্মণপাড়া উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ব্রাহ্মণপাড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৩নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৫ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

মালাপাড়া ইউনিয়নে প্রায় ২০ টি প্রাইমারি লেভেল স্কুল এবং ৩ টি মাধ্যমিক বিদ্যালয়(০৩টি মাদরাসা) এবং ২ টি কলেজ রয়েছে। মালাপাড়া ইউনিয়ন থেকে বাংলাদেশে অনেক বড় পর্যায়ে এখন চাকরীরত অবস্থায় আছে। উল্লেখযোগ্য কয়েকজনের নাম নিম্নে:-

১) শওকত মাহমুদ (রাজনীতিবিদ)

২) এ কে এম আজাদ ভূইয়া (সাবেক ইউপি চেয়ারম্যান)

৩) মো: কামরুল হাসান শাহিন ( অডিট অফিসার, অগ্রণী ব্যাংক গ্রাম :- রামনগর)

৪) জনাব বাবুল ভূইয়া (ব্যবসায়ী,অলুয়া)

৫) ডা. মো জহিরুল ইসলাম (এমবিবিএস,স্বাস্থ্য। হেড,নাক,কান,গলা বিশেষজ্ঞ ডাক্তার। গ্রাম :- রামনগর)

৬) ডা. রব সকরার (এমবিবিএস। গ্রাম:- অলুয়া)

৭) জনাব মতিন মেম্বার (সমাজসেবক,সাবেক মেম্বার)

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

উচ্চমাধ্যমিক বিদ্যালয় সমূহঃ

১. মালাপাড়া উচ্চ বিদ্যালয় (এমপিও)

২. এম. এ চন্ডিপুর রেজাউল হক উচ্চ বিদ্যালয় (এমপিও)

৩. পূর্ব চন্ডিপুর বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয় (এমপিও)

মাদ্রাসা সমূহঃ

১. অলুয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা

২. পূর্ব চন্ডিপুর দাখিল মাদ্রাসা

৩. পশ্চিম চন্ডিপুর হাফেজিয়া মাদ্রাসা

৪. আছাদনগর হাফেজিয়া মাদ্রাসা

৫. মনোহরপুর হাফেজিয়া মাদ্রাসা

কলেজ সমূহঃ

১. আছাদনগর আবদুল মতিন খসরু কলেজ (এমপিও)

২. আছাদনগর আবদুল মজিদ দেওয়ান কলেজ( ননএমপিও)

প্রাইমারি স্কুলঃ

১. আছাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়

২.পূর্ব আছাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়

৩. পূর্ব চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

৪. পশ্চিম চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

৫. মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

৬. রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়

৭. মালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

৮. অলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

৯.আছাদনগর সুরাইয়া রায়হান একাডেমি

১০. আছাদনগর সবুজ সাথী একাডেমি

১১. পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়

১২. রামনগর এভারগ্রীন একাডেমি

১৩. চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়





যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

ক্যান্টনমেন্ট থেকে কংশনগর বাজার হয়ে গোমতী ব্রীজ অতিক্রম করলেই মালাপাড়া ইউনিয়ন। ব্রাহ্মণপাড়া বাজার থেকে সাহেবাবাদ হয়ে টাকুই, জিরুইন অতিক্রম করলেই মালাপাড়া ইউনিয়ন। মালাপাড়া ইউনিয়ন যোগাযোগ ব্যবস্থা পুরো ব্রাহ্মণপাড়ার মধ্যে অন্যতম। প্রায় সকল রাস্তাঘাট পাকা। কিছু আংশিক রাস্তা খারাপ থাকায় সেগুলোর বিনির্মানের কাজ চলছে।

খাল ও নদী[সম্পাদনা]

নদী

★ মালাপাড়ার পাশেই গোমতী নদী।

খাল

°রামনগর পশ্চিম পাড়া হয়ে শুরুকরে জিরুইন পর্যন্ত রাস্তার পাশে খাল রয়েছে

অলুয়া≠রামনগর খাল

চন্ডিপুর - আছাদনগর খাল

হাট-বাজার[সম্পাদনা]

মালাপাড়া বাজার

রামনাগর বাজার

আছাদনগর কলেজ গেইট বাজার।

অলুয়া সোবহান মার্কেট

গরুর বাজার

★ রামনগর বাজার

★ মনোহরপুর খেলার মাঠ

দর্শনীয় স্থান[সম্পাদনা]

১)মালাপাড়া গোমতীর পার,এবং স্কুল

২)মহরম আলী শাহ ফকিরের মাজার

৩)রিভার ভিউ রিসোর্ট

৪) চাদঁপাড়া বটগাছ

জনপ্রতিনিধি[সম্পাদনা]

  • বর্তমান চেয়ারম্যান: শেখ আবদুল্লাহ আল মামুন (গ্রাম :- অলুয়া)
  • মেম্বার:-
  • ১) আবু কালাম হাজারী
  • ২) মো:- গোলাম রাব্বানী রব্বান
  • ৩) মো:- ইউনুস মিয়া

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]