বিষয়বস্তুতে চলুন

মাত্তেও পেসসিনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাত্তেও পেসসিনা
২০১৮ সালে পেসসিনা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মাত্তেও পেসসিনা
জন্ম (1997-04-21) ২১ এপ্রিল ১৯৯৭ (বয়স ২৭)
জন্ম স্থান মোনৎসা, ইতালি
উচ্চতা ১.৮৭ মিটার (৬ ফুট + ইঞ্চি)[১]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আতালান্তা
জার্সি নম্বর ৩২
যুব পর্যায়
২০০৫–২০০৭ দোমিনান্তে
২০০৭–২০১৪ মোনৎসা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৪–২০১৫ মোনৎসা ২২ (৬)
২০১৫–২০১৭ এসি মিলান (০)
২০১৫–২০১৬লেচ্চে (ধার) (০)
২০১৬কাতানিয়া (ধার) (০)
২০১৬–২০১৭কমো (ধার) ৩৬ (৯)
২০১৭– আতালান্তা ৩৮ (২)
২০১৭–২০১৮স্পেৎসিয়া (ধার) ৩৮ (২)
২০১৯–২০২০এল্লাস ভেরোনা (ধার) ৩৫ (৭)
জাতীয় দল
২০১৫–২০১৬ ইতালি অনূর্ধ্ব-১৯ (০)
২০১৬–২০১৭ ইতালি অনূর্ধ্ব-২০ ১২ (০)
২০১৭–২০১৮ ইতালি অনূর্ধ্ব-২১ (০)
২০২০– ইতালি (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৭:৫৪, ২৪ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৭:৫৪, ২৪ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

মাত্তেও পেসসিনা (ইতালীয়: Matteo Pessina; জন্ম: ২১ এপ্রিল ১৯৯৭) হলেন একজন ইতালীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব আতালান্তা এবং ইতালি জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় এবং কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

২০১৫ সালে, পেসসিনা ইতালি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইতালির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৪ বছর যাবত ইতালির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২০ সালে ইতালির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইতালির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

মাত্তেও পেসসিনা ১৯৯৭ সালের ২১শে এপ্রিল তারিখে ইতালির মোনৎসায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Matteo Pessina"Spezia Calcio - Sito ufficiale। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]