ব্যবহারকারী:Copyrightprovider/ইশরাত জাহান তিশা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইশরাত জাহান তিশা
মোছাঃ ইসরাত জাহান
জন্ম
মোছাঃ ইসরাত জাহান

(1998-01-01) ১ জানুয়ারি ১৯৯৮ (বয়স ২৬)
গাইবান্ধা, বাংলাদেশ
পেশাগায়িকা
কর্মজীবন২০১৯-বর্তমান
দাম্পত্য সঙ্গীমোঃ হাসানুজ্জমান (বি. ২০২১)

ইশরাত জাহান তিশা হচ্ছেন একজন বাংলাদেশী গায়িকা । আসল নাম মোছাঃ ইসরাত জাহান । যিনি ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর ‘যারে পাখি উইড়া যা’ শিরোনামের গানটি গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পান । বর্তমানে গানটি প্রায় ৩ কোটি ভিউজ অতিক্রম করেছে ।[১][২]। প্রথম গানটি ব্যাপক জনপ্রিয়তা পাবার ধারাবাহিকতায় ‘বোকা পাখি ২’ শিরোনামের নতুন গান প্রকাশ করেন তিনি । হাসানুজ্জামানের কথা ও সুরে গানটি কম্পোজ করেছেন সজীব দাস। গানে মডেল হয়েছেন মডেল ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নয়ন বাবু, শ্রাবন্তী সেলিনা ও নীলিমা। গানটির কোরিওগ্রাফি করেছেন যুগল নির্মাতা নয়ন-মিলটন।প্রকাশিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলে ইশরাত জাহান তিশার গানটি । [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "প্রথম গানেই কোটিপতির খাতায় নাম লিখলেন ইশরাত জাহান তিশা!"Protidiner Shomoy। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৬ 
  2. "১৬ মিলিয়ন ভিউজ কন্ঠশিল্পী তিশা'র প্রথম গান"Businesshour24। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৮ 
  3. "প্রকাশ পেলো 'বোকা পাখি ২' (ভিডিও)"Businesshour24। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৮ 


বিষয়শ্রেণী:১৯৯৮-এ জন্ম বিষয়শ্রেণী:জীবিত ব্যক্তি বিষয়শ্রেণী:বাংলাদেশী গায়িকা বিষয়শ্রেণী:ঢাকার সঙ্গীতশিল্পী বিষয়শ্রেণী:বাংলাদেশী সুরকার