বিষয়বস্তুতে চলুন

বাইনারি লার্জ অবজেক্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাইনারি লার্জ অবজেক্ট (BLOB) বা ব্লব হল এক ধরনের তথ্য সংরক্ষণের পদ্ধতি যার মাধ্যমে অনেক বড় আকারের বাইনারি ডাটা জমা করে রাখা যায় । সাধারণত এর মাধ্যমে ডাটা ভাণ্ডারে ছবি , শব্দ , স্ট্রিমিং ডাটা অবজেক্ট জমা করে রাখা হয় । এটি বিশেষ কয়েকটি ডাটাবেসে সমর্থন করে ।

ব্লবস হল বিরাট বাইনারি ডাটা সংরক্ষণের পদ্ধতি যা জিম স্টারকি ১৯৫৮ সালে উদ্ভাবন করেন ।[১] পরে বিশাল বাইনারি তথ্য জমা করে রাখার জন্য ইনফোমিক্স বিকল্প হিসাবে বাক্রনাইম বাইনারি লার্জ অবজেক্ট আবিষ্কার করে ।

এই ডাটা সিস্টেমের মাধ্যমে এক তথ্য ভাণ্ডার হতে অন্য তথ্য ভাণ্ডারে কোন রকম ত্রুটি ছাড়াই ডাটা স্থানান্তর সম্ভব হয় । করন এটি এমন কারিগরি ভাবে সাজানো হয়েছে যে কোন প্রকার পরীক্ষার প্রয়োজন নেই । যেহেতু এটি অনেক ডাটা সংরক্ষণে ব্যবহার করা হয় তাই সাধারণ কম্পিউটারে এটি কম ব্যবহার করা হয় । ১৯৭০ - ১৯৮০ তে এই ডাটা সংরক্ষণ ব্যবস্থা পরিচিতি লাভ করে এবং এর পেছনে আইবিএম ও ডিবি২ বিশেষ ভূমিকা পালন করে । [তথ্যসূত্র প্রয়োজন]

বিকল্প নাম[সম্পাদনা]

সাধারণ ডাটাবেসে এটি ব্লব নামে বেশি পরিচিত তবে একে বেসিক লার্জ অবজেক্ট অথবা বাইনারি ডাটা টাইপ নামে ডাকা হয় । তবে এটির এক্রনাইম ব্লব নাম ব্যবহার করা উচিত ।[২] Also might be referred to as the acronym "BLOB".[৩]

আরও দেখুন[সম্পাদনা]

  • ক্যারেকটার লার্জ অবজেক্ট
  • বাইনারি ব্লব

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Starkey, James। "The true story of BLOBs"email। ২৩ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০০৬ 
  2. "binary and varbinary (Transact-SQL)" 
  3. "MySQL :: MySQL 5.0 Reference Manual :: 11.4.3 The BLOB and TEXT Types" 


টেমপ্লেট:Database-stub