ফ্লয়েড কাউন্সিল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফ্লয়েড কাউন্সিল
প্রাথমিক তথ্য
উপনামডিপার বয় কাউন্সিল
জন্ম(১৯১১-০৯-০২)২ সেপ্টেম্বর ১৯১১
চ্যাপেল হিল, নর্থ ক্যারোলাইনা, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যু৯ মে ১৯৭৬(1976-05-09) (বয়স ৬৪)
চ্যাপেল হিল, নর্থ ক্যারোলাইনা, মার্কিন যুক্তরাষ্ট্র
ধরনপিডমন্ট ব্লুজ
কান্ট্রি ব্লুজ
বাদ্যযন্ত্রগিটার, ম্যান্ডোলিন, কন্ঠ
কার্যকাল১৯২০-এর দশক–১৯৬০-এর দশকের শেষ

ফ্লয়েড কাউন্সিল (ইংরেজি: Floyd Council, সেপ্টেম্বর ২, ১৯১১ – মে ৯, ১৯৭৬)[১] ছিলেন ম মার্কিন ব্লুজ গিটারবাদক, ম্যান্ডোলিন বাদক, এবং গায়ক। তিনি ছিলেন পাইডমন্ট ব্লুজের অনুশীলনকারী, যা ১৯২০ এবং ১৯৩০-এর দশকে দক্ষিণপূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রে জনপ্রিয় ছিল। তিনি কখনো কখনো ডিপার বয় কাউন্সিল নামে কৃতিত্ব অর্জন করেছিলেন, এবং "দ্য ডেভিল'স ড্যাডি-ইন-ল" হিসেবে পরিচিতি লাভ করেন।[১]

পিংক ফ্লয়েডে ফ্লয়েড[সম্পাদনা]

ব্রিটিশ প্রোগ্রেসিভ রক ব্যান্ড পিংক ফ্লয়েডের সিড ব্যারেট, কাউন্সিল ও সাউথ ক্যারোলাইনা ব্লুজব্যক্তি পিংক অ্যান্ডারসনের প্রথম নামগুলি যুক্ত করে ব্যান্ডটির নাম তৈরি করেছিলেন। ব্লাইন্ড বয় ফুলারের ১৯৬২ সালের অ্যালবামের ভেতরের টিকা থেকে নামগুলি ব্যারেটর নজরে আসে। যেখানে ব্লুজ ঐতিহাসিক পল অলিভার লিখেছিলেন: "কার্লি ওয়েভার এবং ফ্রেড ম্যাকমুলেন, ... পিংক অ্যান্ডারসন বা ফ্লয়েড কাউন্সিল— পেইডমন্ডে ঘূর্ণায়মান পাহাড়ে শ্রবণ করা হয় এমন অনেক ব্লুজ গায়কের মধ্যে কয়েকজন।"

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Eagle, Bob; LeBlanc, Eric S. (২০১৩)। Blues: A Regional Experience। Santa Barbara, California: Praeger। পৃষ্ঠা 280। আইএসবিএন 978-0313344237 

বহিঃসংযোগ[সম্পাদনা]