ফেইথ লিওন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফেইথ লিওন
জন্ম (1985-03-20) ২০ মার্চ ১৯৮৫ (বয়স ৩৯)
কর্মজীবন২০০৪-২০১৬
উচ্চতা৫ ফুট ১১ ইঞ্চি (১.৮০ মিটার)
প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের
সংখ্যা
৩২৪

ফেইথ লিওন (ওয়েনসভিল, নর্থ ক্যারোলিনা, মার্চ ২০, ১৯৮৫) একজন মার্কিন পর্নোগ্রাফিক অভিনেত্রী। [১] তিনি ২০০৪ সালে ১৯ বছর বয়সে প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয় শুরু করেন, তারপর থেকে ৩০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এটি উল্লেখ করা উচিত যে তিনি তার অভিনয়ে বিভিন্ন নাম ব্যবহার করেন যেমন টরি টেলর, টোরি, ফেইথ, ফেইথ লিওন, সারা, মিশেল এবং মাইচেল। [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Internet Adult Film Database"www.iafd.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৩ 
  2. http://www.iafd.com/person.rme/perfid=Faith_05/gender=f/Faith-Leon.htm

বহিঃসংযোগ[সম্পাদনা]