বিষয়বস্তুতে চলুন

প্রবেশদ্বার:কীটপতঙ্গ/ভূমিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কীটপতঙ্গ প্রবেশদ্বারে স্বাগতম

কীটপতঙ্গ হল আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত অমেরুদন্ডীদের একটি শ্রেণী যাদের একটি করে কাইটিনযুক্ত বহিঃকঙ্কাল, একটি তিন খন্ডের দেহ (মস্তক, ধড় ও উদর), তিন জোড়া করে সংযুক্ত পা, জটিল পুঞ্জাক্ষি, এবং এক জোড়া করে শুঙ্গ বা এ্যান্টেনা রয়েছে। এরা হল পৃথিবীর প্রাণীদের মধ্যে সবচাইতে বৈচিত্রময় যাদের দশ লাখেরও বেশি বর্ণনাকৃত প্রজাতি রয়েছে এবং এখন পর্যন্ত জানা জীবন্ত জীবকূলের অর্ধেকেরও বেশির প্রতিনিধিত্ব এরাই করে। এখন পর্যন্ত বিদ্যমান প্রজাতির সংখ্যা ৬০ লক্ষ থেকে ১ কোটির মধ্যে। এরা সম্ভবত পৃথিবীর ৯০ শতাংশেরও বেশি বিসদৃশ প্রাণীর প্রতিনিধিত্ব করে। প্রায় সব ধরণের পরিবেশেই এদেরকে পাওয়া যায়। কিছু কীটপতঙ্গ উপকারী আবার কিছু কীটপতঙ্গ অপকারী। কতিপয় নির্দিষ্ট কিছু প্রজাতির পোকা মানুষের খাদ্যের উৎস যোগায়ও বৈকি।

বিস্তারিত