বিষয়বস্তুতে চলুন

পেরিন চন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পেরিন চন্দ্র
জন্ম(১৯১৮-১০-০২)২ অক্টোবর ১৯১৮
মৃত্যু৭ জানুয়ারি ২০১৫(2015-01-07) (বয়স ৯৬)
জাতীয়তাভারতীয়
পেশালেখিকা, সাম্যবাদী, মুক্তিযোদ্ধা, শান্তিকর্মী
উল্লেখযোগ্য কর্ম
দ্য ফায়ার ওয়ারশিপার্স (অগ্নিপূজক)

পেরিন ভরুচা চন্দ্র (২ অক্টোবর, ১৯১৮ - ৭ জানুয়ারি, ২০১৫) ছিলেন একজন ভারতীয় লেখিকা, সাম্যবাদী, মুক্তিযোদ্ধা এবং শান্তিকর্মী। তিনি স্নায়ুযুদ্ধের পুরো সময় জুড়ে শান্তি ও শান্তিপূর্ণ সংঘাত সমাধানের ক্ষেত্রে এক অবিচ্ছেদ্য ভূমিকা পালন করেছিলেন।

জীবনক্রম[সম্পাদনা]

পেরিন ভরুচা ১৯১৮ সালের ২ অক্টোবর তৎকালীন ব্রিটিশ ভারতের (বর্তমান পাকিস্তানের) বেলুচিস্তানের চমন শহরের জন্মগ্রহণ করেছিলেন।[১][২][৩][৪][৫][৬]

তার পিতা লে. কর্নেল ফিরোজ বাইরামজি ভরুচা ছিলেন একজন ব্রিটিশ ভারতীয় সেনা চিকিৎসক এবং পরে লাহোরের সার্জন জেনারেল।

বৈজ্ঞানিক সমাজতন্ত্রের বিশ্বাসী ভরুচা বিশ্ব শান্তি পরিষদের (ওয়ার্ল্ড পিস কাউন্সিল) প্রাক্তন চেয়ারম্যান রমেশ চন্দ্রকে বিয়ে করেছিলেন (এবং পরে বিবাহবিচ্ছেদ করেছিলেন)। তার পুত্র ফিরোজ একজন সাংবাদিক এবং পুত্রবধু চণ্ডিতা মুখোপাধ্যায় একজন ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাতা ও সক্রিয়কর্মী।

স্বাধীনতা পরবর্তী কাজ[সম্পাদনা]

তিনি বরিষ্ঠ সমাজতান্ত্রিক নেতা অজয় ঘোষ, ভারতের দ্বাদশ প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরাল, ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দ্রজিৎ গুপ্ত এবং ওয়ার্ল্ড পিস কাউন্সিলের সাধারণ সম্পাদক ও সভাপতি রমেশ চন্দ্রের মতো বহু পদপ্রদর্শকের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।[৭] পেরিন অল ইন্ডিয়া পিস অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশনের (এআইপিএসও) নেতৃত্বে ছিলেন এবং নয়াদিল্লির কার্যালয়ের বাইরের বিভিন্ন কাজের সমস্ত বিষয়ে তিনি ছিলেন।

মৃত্যু[সম্পাদনা]

তার মৃত্যুতে বিস্তীর্ণ সমাজ এবং বিশ্বজুড়ে বিভিন্ন নেতা ও কমিউনিস্টরা শোক প্রকাশ করেছিলেন। ৯৯ বছর বয়সে দীর্ঘ অসুস্থতার পরে ২০১৫ সালের জানুয়ারিতে তিনি মারা যান। তার শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ মুম্বইয়ের গ্রান্ট মেডিকেল কলেজে দান করা হয়েছিল। গ্রান্ট মেডিকেল কলেজে তার বাবা চিকিৎসাবিজ্ঞান নিয়ে অধ্যয়ন করেছিলেন।[৬][৭][৮][৯]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chandra, Perin। "Comrade Perin Chandra"Peoples Democracy 
  2. Bharucha, Perin (জানুয়ারি ৮, ২০১৫)। "Freedom Fighter Perin Chandra dies"Business Standard News 
  3. Mukherjee, Chandita। "Children's Film Society, India"Children's Film Society, India। ১৮ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২১ 
  4. Chandra, Perin। "OBITUARY : PERIN CHANDRA (1919-2015) : INSAF"INSAF- International South Asia Forum 
  5. "Obituary: Perin Chandra(1919-2015" 
  6. Chandra, Perin (জানুয়ারি ৮, ২০১৫)। "The Passing of Perin Chandra"Outlook India 
  7. "Freedom Fighter Perin Chandra Dies"Business Standard News। জানুয়ারি ৮, ২০১৫। 
  8. Chandra, Perin (জানুয়ারি ৯, ২০১৫)। "CNDP Mourns the sad demise of Perin Chandra"CNDP India 
  9. Chandra nee Bharucha, Perin (জুলাই ২৬, ২০১৬)। "Lest We Forget"Mainstream Weekly