বিষয়বস্তুতে চলুন

পিঠখোলা পোশাক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পিঠখোলা পোশাক, ২০১২ সালে।

পিঠখোলা পোশাক হচ্ছে এমন একটি পোশাক যা পরিধানকারীর পিঠ খোলা রাখে। 

বিবর্তন[সম্পাদনা]

প্রথম দিককার পিঠখোলা পোশাক, ক্লারা বো পরিহিত, ১৯২০ সালের মাঝামাঝি সময়ে।

১৯২০ সালে সর্বপ্রথম পিঠখোলা পোশাকের উদ্ভব হয়। [১] 

শৈলী[সম্পাদনা]

পিঠ খোলা পোশাক পড়লে মেয়েদের অনেক সুন্দর লাগে। মেয়েরা সাধারণত গরমের মৌসুমে পিঠখোলা পোশাক পরে থাকে।


ব্লাউজ[সম্পাদনা]

 মেয়েরা শাড়ির সাথেও পিঠখোলা ব্লাউজ পরিধান করে থাকে।[২] পিঠখোলা ব্লাউজ অত্যন্ত সুন্দর একটি পোশাক।[৩] আধুনিক নারীরা পিঠখোলা ব্লাউজ পরে থাকে।[৪] মাধুরী দীক্ষিত তার গান ধাক ধাক লাগা-তে পিঠখোলা ব্লাউজ পরিধান করেছিলেন।[৫] অভিনেত্রী বিদ্যা বালান বলেন, "সাড়ির আঁচল আর ব্লাউজের কারুকাজ মিলে একে একটা আবেদনময় পোশাক বানায়, আর আমার সব ব্লাউজই পিঠ খোলা, কারণ এত কাপড়ের মাঝখান থেকে ত্বকের ঝলক আমার ভীষণ ভালো লাগে।"[৬]

স্তন সমর্থন[সম্পাদনা]

 পিঠখোলা ব্লাউজ পড়লে নারীরা সাধারণত ব্রা পড়তে সাছন্দ্য বোধ করেন না। তাই তারা ব্রা পড়েন না।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Taylor, Lou, Establishing Dress History, chapter 2 (Manchester 2002) আইএসবিএন ০-৭১৯০-৬৬৩৯-৫
  2. Dhanwanti Keshavrao (৮ অক্টোবর ২০০৫)। "Dressed for dandiya"The Tribune। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১২ 
  3. "Choli check"Times of India। ২১ জুলাই ২০১০। ২০১৩-০১-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১২ 
    - Sandhya Iyer (৪ নভেম্বর ২০০২)। "Fusion saris"Times of India। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১২ 
  4. Kutti Ramaniah (১৩ ফেব্রুয়ারি ১৯৪৯)। "Charm of the Choli"The Indian Express। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১২ 
  5. "Choli ke peeche kya hai!"Times of India। ১৫ জুন ২০১০। ৩ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১২ 
  6. Nimisha Tiwari (১৯ জুন ২০১১)। "The choli lowdown!"Times of India। ৩ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১২ 
  7. Elan Image Consulting: A Great Bra for ‘Busty’ Women ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ আগস্ট ২০১১ তারিখে
    - "Breakthrough Backless Bra" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ আগস্ট ২০১১ তারিখে