পরস কুহাদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পরস কুহাদ, সিনিয়র অ্যাডভোকেট

পরস কুহাদ ভারতের সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী। ২০১২ সালে, তিনি ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসাবে নিযুক্ত হন, [১] এবং মে ২০১৪ পর্যন্ত কাজ করেন। এছাড়াও তিনি ১৯৮৯ সালে পরস কুহাদ অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের প্রতিষ্ঠাতা। [২] হেমন্ত সাহাই অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা, হেমন্ত সাহাই একবার পরসকে একজন চমৎকার পেশাদার এবং একজন মানুষ হিসেবে প্রশংসা করেছিলেন [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Paras Kuhad, Rakesh Khanna appointed ASG"Legally India। ২০ আগস্ট ২০১২। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৩ 
  2. "Paras Kuhad & Associates - Overview"। Paras Kuhad & Associates। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৩ 
  3. "Conversation with Hemant Sahai Managing Partner HSA Advocates"। BarandBench।