নেপালের রাষ্ট্রপতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নেপালের ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিকের প্রেসিডেন্ট
দায়িত্ব
রাম চন্দ্র পাউডেল

১৩ মার্চ ২০২৩ থেকে
সম্বোধনরীতিThe Right Honourable
নিয়োগকর্তাপরোক্ষ নির্বাচন
মেয়াদকালপাঁচ বছর, জয়ী হলে একবার নবায়নযোগ্য
সর্বপ্রথমরাম বরণ যাদব
গঠন২৮ মে ২০০৮; ১৫ বছর আগে (2008-05-28)
ডেপুটিনেপালের ভাইস প্রেসিডেন্ট
বেতনNPR ১,০৯,৪১০ (মাসিক)[১]
ওয়েবসাইটwww.presidentofnepal.gov.np

নেপালের ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্রপতি (নেপালি: राष्ट्रपति) হচ্ছেন নেপালের রাজ্য প্রধান।  ২০০৮ সালে এই দেশটি প্রজাতন্ত্র দেশ হিসেবে ঘোষণা পাওয়ার পর রাষ্ট্রপতি অফিস তৈরি করা হয়। নেপালের বর্তমান রাষ্ট্রপতি রাম চন্দ্র পাউডেল, যিনি অক্টোবর ২০২৩ তে জয়ী হন। প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে "মান্যবর (নেপালি: सम्माननीय)" বলে সম্বোধন করা হয়।

নির্বাচন ও ক্ষমতা[সম্পাদনা]

প্রেসিডেন্ট নেপালের সংসদ ও প্রাদেশিক আইনসভার সদস্যদের সমন্বয়ে গঠিত একটি ইলেক্টোরাল কলেজের ভোটে নির্বাচিত হয়। যিনি অধিক ভোট পান, তিনি নির্বাচিত হিসেবে ঘোষিত হন। I যদি কেউ ১ম পর্যায়ে সংখ্যাগরিষ্ঠ ভোট না পায়, ততক্ষণ পর্যন্ত এই ভোট পর্ব চলতে থাকে। রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর দীর্ঘায়িত হয়। একজন প্রেসিডেন্ট যতবার ইচ্ছা মনোনীত হতে পারেন, কিন্তু দুইবারের বেশি প্রেসিডেন্ট হতে পারবেন না

রাষ্ট্রপতির ক্ষমতা প্রায় সম্পূর্ণরূপে আনুষ্ঠানিক। সংসদীয় গণতন্ত্রের মত, নেপালের প্রেসিডেন্ট শুধু নামেমাত্র প্রধান নির্বাহী নয়। বরং সংবিধান মতে তিনি প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের উপর ক্ষমতা রাখেন।

নেপালের রাষ্ট্রপতির তালিকা (২০০৮–বর্তমান)[সম্পাদনা]

প্রতিকৃতি নাম

(জন্ম–মৃত্যু)

অফিসিয়াল কার্যক্রম রাজনৈতিক দল
অফিস নিয়েছে অফিস ছেড়েছে মোট দিন
গিরিজা প্রসাদ কৈরালা

Acting Head of State
(১৯২৫–২০১০)

১৫ জানুয়ারি ২০০১ ২৩ জুলাই ২০০৮ ৭৪০ নেপালি কংগ্রেস
1 রাম বরন যাদব

(১৯৪৮–)

২৩ জুলাই ২০০৮ ২৯ অক্টোবর ২০১৫ ২৬৫৪ নেপালি কংগ্রেস
2 বিদ্যা ভণ্ডারী

(১৯৬১–)

২৯ অক্টোবর ২০১৫ ১৩ মার্চ ২০২৩ ২৬৯২ নেপাল কমিউনিস্ট পার্টি
3 রাম চন্দ্র পাউডেল

(১৯৪৪–)

১৩ মার্চ ২০২৩ শায়িত্ব ৪১৮ নেপালি কংগ্রেস

সর্বশেষ নির্বাচন[সম্পাদনা]

রাষ্ট্রপতির নির্বাচন সূত্র:www.thehindu.com

প্রার্থী রাজনৈতিক দল ভোট
বিদ্যা ভণ্ডারী নেপাল কমিউনিস্ট পার্টি ৩২৭
কুল বাহাদুর গুড়ং নেপালি কংগ্রেস ২১৪
অকার্যকর ভোট ৩৭

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Salary of President"Naya Patrika। ১৭ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ[সম্পাদনা]