বিষয়বস্তুতে চলুন

নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয়
অবস্থান

তথ্য
প্রতিষ্ঠাকাল১৯৪৮
প্রতিষ্ঠাতাআব্দুল কাদের মুন্সি
প্রধান শিক্ষকএ. কে. এম তাজুল ইসলাম
শ্রেণীশ্রেণী ৬-১০
শিক্ষার্থী সংখ্যা২০০০

নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় চাঁদাপুর জেলার মতলব উপজেলার একটি বিদ্যালয়।[১]

ইতিহাস[সম্পাদনা]

বিদ্যালয়টি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে বড়হলদিয়া গ্রামের শিক্ষানুরাগী মরহুম আব্দুল কাদের মুন্সি। এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় ২০০০ এর মতো শিক্ষার্থী অধ্যয়নরত আছে।[২] এখানে প্রায় ৩৫ জন শিক্ষক দৈনিক পাঠদান করে থাকেন। এই প্রতিষ্ঠানে ৩ টি বিভাগ (বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক)রয়েছে। এই প্রতিষ্ঠানে একটি বিজ্ঞানাগার, একটি কম্পিউটার ল্যাব (শেখ রাসেল ল্যাব), একটি স্কাউট কক্ষ, ১ টি ৩ তলা ভবন বিশিষ্ট ছাত্রাবাস, একটি মসজিদ ও খেলার মাঠ রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]