নব কুমার ভদ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নব কুমার ভদ্র
নিজের আঁকা চিত্রের সামনে নব কুমার
জন্ম
ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
নিয়োগকারীঅ্যালায়েন্স ফ্রান্সেস ডি ঢাকা

নব কুমার ভদ্র (জন্ম ১৯৬৪) বাংলাদেশের একজন পরিচিত রিকশা চিত্রশিল্পী। রিকশা পেইন্ট বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী লোকশিল্প

জীবন ও কাজ[সম্পাদনা]

নব কুমার রাজধানী ঢাকার পুরাতন শহরের শাখারি বাজারে জন্মগ্রহণ করেন। [১] সত্তরের দশকের শেষ দিকে ঢাকায় তার বাবার সঙ্গে সিনেমা হলের ব্যানার আঁকার কাজ শুরু করেন তিনি। [১] পরে প্রতিবেশী তাকে রিকশার পিছনের চিত্র আঁকার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় স্কুল ছেড়ে দেন। দারিদ্র্য তাকে স্কুল চালিয়ে যেতে দেয়নি। তার প্রতিবেশী সিতেশ সুর, [২] যিনি একজন রিকশা চিত্রকর ছিলেন তাকে তার ছাত্র বানিয়েছিলেন। নব কুমার তাকে তার ওস্তাদ বা রিকশা পেইন্টিংয়ের ওস্তাদ বলে ডাকেন। তিনি শিল্প জগতে পা রাখেন ১৯৮৭ সালে। [৩] তিনি ২৫ বছরেরও বেশি সময় ধরে এই পেশায় রয়েছেন। [৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "'Summer in Colour' begins at Alliance Française"NTV। ১৩ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২৩ 
  2. "Rickshaw painting exhibition at Alliance Française tomorrow"dailyasianage.com 
  3. "The quaint rickshaw art of Nobo Kumar Bhadra"observerbd.com 
  4. "Nobo Kumar's solo art show begins at AFD"The Independent। Dhaka।