দেজন হানা সিটিজেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দেজন হানা সিটিজেন
পূর্ণ নামদেজন হানা সিটিজেন ফুটবল ক্লাব
প্রতিষ্ঠিত১৯৯৭; ২৭ বছর আগে (1997)
মাঠদেজন বিশ্বকাপ স্টেডিয়াম
ধারণক্ষমতা৪০,৫৩৫[১]
সভাপতিদক্ষিণ কোরিয়া হুহ জুং-মু
ম্যানেজারদক্ষিণ কোরিয়া লি মিন-সুং
লিগকে লিগ ১
২০২২২য় (উন্নীত)
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

দেজন হানা সিটিজেন ফুটবল ক্লাব (কোরীয়: 대전 하나 시티즌 축구단, ইংরেজি: Daejeon Hana Citizen; সাধারণত দেজন হানা সিটিজেন এফসি এবং সংক্ষেপে দেজন হানা সিটিজেন নামে পরিচিত) হচ্ছে দেজন ভিত্তিক একটি দক্ষিণ কোরীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে দক্ষিণ কোরিয়ার শীর্ষ স্তরের ফুটবল লিগ কে লিগ ১-এ প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ৪০,৫৩৫ ধারণক্ষমতাবিশিষ্ট দেজন বিশ্বকাপ স্টেডিয়ামে ক্লাবটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[২] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন দক্ষিণ কোরীয় সাবেক ফুটবল খেলোয়াড় লি মিন-সুং এবং সভাপতির দায়িত্ব পালন করছেন হুহ জুং-মু[৩] বর্তমানে দক্ষিণ কোরীয় মধ্যমাঠের খেলোয়াড় জু সে-জং এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪][৫]

ঘরোয়া ফুটবলে, দেজন হানা সিটিজেন এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে। চোই এউন-সুং, লি উং-হি, কিম সুং-সুব, পার্ক সুং-হো এবং আদ্রিয়ানোর মতো খেলোয়াড়গণ দেজন হানা সিটিজেনের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

ইতিহাস[সম্পাদনা]

১৯৯৭ মৌসুমে দেজন হানা সিটিজেন প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার পেশাদার ফুটবলের শীর্ষ স্তর কে লিগ ১-এ অংশগ্রহণ করতে সক্ষম হয়েছিল। ১৯৯৭ সালের সালের ২৬শে এপ্রিল তারিখে, কে লিগ ১-এ ক্লাব ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচে দেজন হানা সিটিজেন আনিয়াং এলজি চিতাহসের সাথে ০–০ গোলে ড্র করেছিল।[৬] ১৯৯৭ কে লিগ-এ দেজন হানা সিটিজেন ৩টি জয় এবং ৭টি ড্রয়ে সর্বমোট ১৬ পয়েন্ট অর্জন করে সামগ্রিক পয়েন্ট তালিকায় ৭ম স্থান অর্জন করেছিল।[৭][৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "World Stadiums - Daejeon World Cup Stadium in Daejeon"web.archive.org। ৩ ফেব্রুয়ারি ২০০৯। ৩ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৩ 
  2. "Daejeon Hana Citizen - Stadium - Daejeon World Cup Stadium"www.transfermarkt.com 
  3. "Daejeon Hana Citizen - Club profile"www.transfermarkt.com 
  4. "대전하나시티즌"www.dhcfc.kr 
  5. "Daejeon Hana Citizen - Squad 2023/2024"worldfootball.net 
  6. "Anyang LG Cheetahs - Taejon Citizen Soccer Corps, Apr 26, 1997 - K League 1 - Match sheet"www.transfermarkt.com 
  7. "K League 1 - Table & Results"www.transfermarkt.com 
  8. "South Korea 1997"www.rsssf.org 

বহিঃসংযোগ[সম্পাদনা]